suvendu adhikari on Sandeshkhali: মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। সকল এক্সিট পোলের রিপোর্টকে ভূল প্রমাণ করে বাংলায় 'মারকাটারি' ফল করেছে শাসকদল। ২৯টি আসন নিজেদের দখলে রেখে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশিরভাগ এক্সিট পোল বাংলায় বিজেপি ২৫-৩০টি আসন পাবে বলে দাবি করলেও, ইভিএম খুলতেই দেখা যায় সবুজ ঝড়। তবে এসবের মাঝেও বিজেপির ভরসা সন্দেশখালি, নন্দীগ্রাম। মুখ ফেরায়নি সেখানকার মানুষ। দুই বিধানসভা আসনেই জিতেছে গেরুয়াশিবির। আর তাতেই খুশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই বিধানসভা আসনে বিজেপিকে লিড দেওয়ার জন্য সেখানকার মানুষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এবিষয়ে এক্স-এ একটি পোস্ট করেছেন শুভেন্দু।
ভোটের আগে থেকে সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালি ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে বিদ্ধ করতে ছাড়েনি বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী বঙ্গে ভোট প্রচারে এসে বারেবারে সন্দেশখালি ইস্যুতে বাংলার শাসকদলকে নিশানা করেছেন। কিন্তু ভোটের ফল সামনে আসতেই দেখা যায় ঠিক এর উলটো ছবি।
বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হাজি নুরুল ইসলামই ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রেখা পাত্রকে হারিয়েছেন। কিন্তু সন্দেশখালি বিধানসভাতে লিড পেয়েছে বিজেপি। তার জন্য মঙ্গলবার রাতেই নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে সন্দেশখালি এবং পাশাপাশি নন্দীগ্রামের মানুষকে প্রণাম জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনে রেখা পাত্র সন্দেশখালি বিধান সভা থেকে পেয়েছেন মোট ৯৫,৮৬২ ভোট। যেখানে তৃণমূলের হাজি নুরুল ইসলাম পেয়েছেন ৮৭,৪৭৫ ভোট। ২০১৯-এর পরিসংখ্যান থেকে ছবিটা পরিষ্কার গত লোকসভা নির্বাচনেও সন্দেশখালি আসনে লিড পেয়েছিল শাসক দল।
সেবারের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ নুসরত জাহান পেয়েছেন ১,০৩,৬০০ ভোট। যেখানে বিজেপির সায়ন্তন বসু পেয়েছিলেন, ৭৬, ৬৮৮টি ভোট। অর্থাৎ গত লোকসভা নির্বাচনে সন্দেশখালি বিধানসভায় তৃণমূল ২৬,৯১২ ভোটে লিড পায়। ২০২১ এর বিধানসভাতে তৃণমূলের সুকুমার মাহাতো ৩৮,১৯০ ভোটের ব্যবধানে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে জয়ী হন। কিন্তু চলতি লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যু খেলা ঘুরিয়ে দিয়েছে। যাতে আখেরে ফায়দা হয়েছে বিজেপিরই।
আরও পড়ুন : < Modi on Results 2024: লক্ষ্যে ব্যর্থ, তবুও আশা হারাতে নারাজ মোদী-শাহ! আস্থা রাখায় দেশবাসীকে ধন্যবাদজ্ঞাপন >
বিরোধী দলনেতা তাঁর এক্স হ্যান্ডেলে ট্যুইট করে লিখেছেন, " সন্দেশখালির মা-বোনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে সেই সকল সাহসী শক্তি স্বরূপরাদের যারা দৃঢ়ভাবে শ্রীমতী রেখা পাত্রের পিছনে দাঁড়িয়েছিলেন। যাঁরা বসিরহাট সংসদীয় কেন্দ্রের সন্দেশখালি বিধানসভায় রেখা পাত্রকে লিড দিয়েছেন। আপনার এ লড়াই বৃথা যাবে না"।
এর পাশাপাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন নন্দীগ্রামের মানুষদের। শুভেন্দু এক্সহ্যান্ডেলে ট্যুইট করে লিখেছেন, "নন্দীগ্রামের মানুষকে প্রণাম ও আমার আন্তরিক শ্রদ্ধা। তাঁরা বারবার আমার পাশে দাঁড়িয়েছেন। ২০২১ -এর বিধানসভা ভোটে তাঁরা আমার সমর্থনে ভোট দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যাকে ১৯৫৬ ভোটে হারিয়ে ছিল। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময়, বিজেপি ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১ টিতে এবং নন্দীগ্রাম ব্লকের ১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতিতেও জয়লাভ করেছিল। আর আজও যখন শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক সংসদীয় কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, নন্দীগ্রামের মানুষ তাকে ৮২০০ ভোটে লিড দিয়েছে। নন্দীগ্রাম সবসময় ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে, এবং নন্দীগ্রামের জনগণ অদূর ভবিষ্যতে বাংলার বাকি অংশের মানুষদের অনুপ্রাণিত করবে"।