তাপস রায়ের পাল্টা মুকুটমণি অধিকারীর উইকেট তুলে নিয়ে ভোটের আগেই বড় চমক দিয়েছে তৃণমূল। রানাঘাট লোকসভায় এবারের নির্বাচনে দল তাঁর উপরেই আস্থা রেখেছে। মুকুটমণিকে প্রার্থী করে তৃণমূল এবার এই আসনে বিজেপিকে বেশ চাপের মধ্যেই রেখেছে। এবার তাঁর প্রতিদ্বন্ধী বিজেপির জগন্নাথ সরকার। লোকসভার চতুর্থ দফা ভোটের আগে সুজাতার পাল্টা স্বস্তিকা ভুবনেশ্বরীর উইকেট তুলে নিয়ে বিরাট চমক দিল বঙ্গ বিজেপি।
আগামী ১৩ মে চতুর্থ দফার ভোট। তার ঠিক আগেই রানাঘাটে বড় চমক দিল বঙ্গ বিজেপি। ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসের দিনেই বিজেপি ছেড়ে মমতা-অভিষেকের হাত থেকে দলের পতাকা তুলে নেন বিজেপির প্রাক্তন মতুয়া-মুখ মুকুটমণি অধিকারী। এবার চতুর্থ দফার ভোটের শেষ পর্বের প্রচারে মুকুটমণির অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী বিজেপিতে যোগ দিলেন। কমিশনকে দেওয়া হলফনামায় মুকুটমণি অধিকারী জানিয়েছিলেন স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকেন না তিনি। এনিয়ে একটি মামলাও চলছে। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, আইনিভাবে মুকুটমণি এবং স্বস্তিকার বিচ্ছেদ না হলেও তাঁদের সম্পর্ক যে তলানীতে, তা এলাকার সকলেই জানেন।
কিছুদিন আগেই মুকুটমণি অধিকারির স্ত্রী তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ আনেন। বিয়ের মাত্র ১১ দিনের মাথায় তার স্ত্রী তাঁর বিরুদ্ধে একটি এফআইআরও করেছিলেন বলেই জানা গিয়েছে। বিজেপির প্রাক্তন মতুয়া-মুখ মুকুটমণি অধিকারিকে বড় ধাক্কা দিয়ে এবার বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা ভুবনেশ্বরী ।
রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারির স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী আজ বিজেপিতে যোগ দিলেন। শেষ বেলায় মিঠুনের হাত ধরে বিরাট চমক বঙ্গ বিজেপির। আগামী সোমবার চতুর্থ দফার ভোট। তার আগেই তাহেরপুরে জনসভা থেকে এদিন মিঠুনের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। যদিও স্ত্রীর বিজেপিতে যোগদানকে বাড়তি গুরত্ব দিতে নারাজ মুকুটমণি। লক্ষ্য এখন একটাই মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসিয়ে বিজেপির জগন্নাথ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জয় ছিনিয়ে আনা।