Advertisment

Srijan Bhattacharya-Sayani Ghosh: সায়নীর বাড়ি যাবেন সৃজন! কেন জানেন?

Lokshabha Elections 2024: জমে উঠেছে যাদবপুরের লড়াই। দলের তরুণ নেতা সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করে যাদবপুর পুনরুদ্ধারে মরিয়া সিপিএম। প্রার্থী হওয়ার পর থেকে গোটা নির্বাচনী এলাকা চষে ফেলছেন সৃজন। উল্টোদিকে, তৃণমূল এই কেন্দ্রে এবার প্রার্থী করেছে দলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে। এলাকা ঘুরে ঘুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দুরন্ত প্রচার সারছেন সায়নীও। যাদবপুর কেন্দ্রে এবার বিজেপির বাজি অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Lokshabha Elections 2024 Jadavpur Lok Sabha constituency Srijan Bhattacharya Sayani Ghosh

Lok Sabha Election 2024: সায়নী ঘোষ এবং সৃজন ভট্টাচার্য।

Jadavpur Lok Sabha constituency: জমে উঠেছে যাদবপুরের লড়াই। নির্বাচনী প্রচারে বেরিয়ে বামেদের তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) চষে ফেলছেন গোটা যাদবপুর লোকসভা কেন্দ্র (Jadavpur Lok Sabha constituency)। অন্যদিকে, বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচারে ঝড় তুলছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও (Sayani Ghosh)। রবিবার কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) পৈতৃক ভিটে থেকে প্রচার শুরু করেন যাদবপুরের CPM প্রার্থী সৃজন ভট্টাচার্য। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিপক্ষ সায়নীর বাড়িতে যাওয়ার কথা বললেন সৃজন।

Advertisment

ঠিক কী বলেছেন সৃজন ভট্টাচার্য?

"আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে তাঁর বাড়িতেও আমি যাব। সমস্ত মানুষ যাঁরা যাদবপুরের ভোটার, আমি সিপিএমের প্রার্থী আমি তাঁদের সবার কাছে যাওয়ার চেষ্টা করছি।"

এদিন সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেয় গিয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন CPM প্রার্থী সৃজন ভট্টাচার্য। রবিবাসরীয় প্রচার শুরু করে সৌজন্য সাক্ষাৎ সারেন তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাসের সঙ্গেও। বামদের প্রার্থী সৃজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতে দেখা যায় পল্লব কুমার দাসকেও।

আরও পড়ুন- BJP West Bengal: যোগ্য চাকরিহারাদের জন্য বিরাট সুখবর! আগামী বুধবার থেকেই ‘বাম্পার’ উদ্যোগ বঙ্গ BJP-র!

এদিন তৃণমূলের পুরপ্রধান পল্লব কুমার দাসের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য বলেন, "আমি ওঁর কাছে আশীর্বাদ চেয়ে এলাম, ভোট চেয়ে এলাম। উনি ওনার রাজনীতি করেন, আমি আমার রাজনীতি করি। সৌজন্যের পরিবেশ বজায় রেখে মানুষ মানুষের মত দান করতে পারবেন এটা আশা করব।"

আরও পড়ুন- Eastern Railway: ইতিহাস গড়ল পূর্ব রেল! যাত্রী স্বাচ্ছন্দ্যে অভাবনীয় তৎপরতা, যুগান্তকারী কীর্তি জানলে তাজ্জব হবেন!

এদিকে, বাম প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করে খুশি রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাসও। তিনি বলেন, "এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। রাজনীতিতে এই ধরনের সৌজন্য থাকে। আমরা প্রত্যেকেই সেই সৌজন্য দেখাই। আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, উনি ওনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তিনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমিও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।"

srijan bhattacharya CPIM tmc loksabha election 2024 Sayani Ghosh
Advertisment