Jadavpur Lok Sabha constituency: জমে উঠেছে যাদবপুরের লড়াই। নির্বাচনী প্রচারে বেরিয়ে বামেদের তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) চষে ফেলছেন গোটা যাদবপুর লোকসভা কেন্দ্র (Jadavpur Lok Sabha constituency)। অন্যদিকে, বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচারে ঝড় তুলছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও (Sayani Ghosh)। রবিবার কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) পৈতৃক ভিটে থেকে প্রচার শুরু করেন যাদবপুরের CPM প্রার্থী সৃজন ভট্টাচার্য। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিপক্ষ সায়নীর বাড়িতে যাওয়ার কথা বললেন সৃজন।
ঠিক কী বলেছেন সৃজন ভট্টাচার্য?
"আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে তাঁর বাড়িতেও আমি যাব। সমস্ত মানুষ যাঁরা যাদবপুরের ভোটার, আমি সিপিএমের প্রার্থী আমি তাঁদের সবার কাছে যাওয়ার চেষ্টা করছি।"
এদিন সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেয় গিয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন CPM প্রার্থী সৃজন ভট্টাচার্য। রবিবাসরীয় প্রচার শুরু করে সৌজন্য সাক্ষাৎ সারেন তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাসের সঙ্গেও। বামদের প্রার্থী সৃজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতে দেখা যায় পল্লব কুমার দাসকেও।
এদিন তৃণমূলের পুরপ্রধান পল্লব কুমার দাসের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য বলেন, "আমি ওঁর কাছে আশীর্বাদ চেয়ে এলাম, ভোট চেয়ে এলাম। উনি ওনার রাজনীতি করেন, আমি আমার রাজনীতি করি। সৌজন্যের পরিবেশ বজায় রেখে মানুষ মানুষের মত দান করতে পারবেন এটা আশা করব।"
এদিকে, বাম প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করে খুশি রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাসও। তিনি বলেন, "এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। রাজনীতিতে এই ধরনের সৌজন্য থাকে। আমরা প্রত্যেকেই সেই সৌজন্য দেখাই। আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, উনি ওনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তিনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমিও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।"