বাংলা মাধ্যমের পড়ুয়াদের ভর্তি নেবে না লরেটো কলেজ, কলকাতার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের এই বিজ্ঞপ্তি ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবিষয়ে হস্তক্ষেপ করে। বিভিন্ন সামাজিক সংগঠনও খাস বাংলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের এহেন বিজ্ঞপ্তির প্রতিবাদে সোচ্চার হয়। চাপে পড়ে বিজ্ঞপ্তি সরিয়েছে লরেটো কলেজ।
লরেটো কলেজে ভর্তি হতে গেলে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে ইংরেজি মাধ্যমের স্কুল থেকে। মোটের উপর বাংলা মাধ্যমের পড়ুয়াদের লরেটো কলেজে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। লরেটো কলেজের তরফে দেওয়া এই বিজ্ঞপ্তি ঘিরে হইচই পড়ে গিয়েছিল। সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্নাতকস্তরে ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশ করে।
সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 'লরেটো কলেজে ইংরেজিতে পড়াশোনা হয়। এই কলেজে ইংরেজি ভাষাতেই পরীক্ষা নেওয়া হয়। এখানে আঞ্চলিক কোনও ভাষায় উত্তর লেখা যায় না। এমনকী কলেজ লাইব্রেরিতেও ইংরেজি বই থাকে। এই কলেজে বাংলা অথবা হিন্দি বই লাইব্রেরিতে রাখা হয় না। তাই আঞ্চলিক ভাষার স্কুল থেকে যে ছাত্রছাত্রারী দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন তাঁরা লরেটো কলেজে ভর্তির জন্য আবেদন করবেন না।'
আরও পড়ুন- তাঁকে প্রচারে চেয়েছিল তৃণমূল, কিন্তু পিছটান সায়নীর! বুধে ইডি হাজিরার আগে জল্পনা
খাস কলকাতার একটি কলেজে বাংলা মাধ্যমের পডুয়ারা ভর্তি হতে পারবেন না কেন? কোন নিয়মে এই বিজ্ঞপ্তি দিয়েছিল লরেটো কলেজ? জানা যায়নি। লরেটো কলেজ কলকাতা বিশ্বিদ্যালয়ের অধীনস্থ একটি সংখ্যালঘু মিশনারী কলেজ। বিষয়টি নিয়ে হইচই পড়তেই নড়েচড়ে বসে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আঞ্চলিক ভাষার স্কুলে পড়লে বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজে ভর্তি হওয়া যাবে না এমন কোনও নিয়ম বা বিধি নেই।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এব্যাপারে লরেটে কলেজের অধ্যক্ষের কাছে ব্যাখ্য চাওয়া হয়েছিল। মঙ্গলবার তাঁদের ডেকে পাঠানো হয়েছিল। যদিও সূত্রের খবর ওই বিজ্ঞপ্তির কোনও ব্যাখ্যা দিতে পারেননি অধ্যক্ষ্য নিজেও। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কোনও বিজ্ঞপ্তি বা নির্দেশিকা দেওয়া যাবে না। চাপের মুখে সেই বিজ্ঞপ্তি সরিয়ে নিয়েছে লরেটো কলেজ।