ফারাক্কা ব্রিজে রেলের রেলিং ভেঙে চলন্ত মালগাড়িতে ধাক্কা পণ্যবোঝাই লরির। বিকট শব্দে দুমড়ে-মুচড়ে যায় লরিটি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান প্রত্যক্ষদর্শীরাও। অত্যন্ত দক্ষতার সঙ্গে আপতকালীন ব্রেক কষেন মালগাড়ির চালক। বিরাট বিপদ এড়ানো গেলেও মারাত্মক এই দুর্ঘটনা জেরা চর্চায়।
মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনার জেরে ফারাক্কা ব্যারেজে রেলপথ এবং সড়কপথে যান চলাচল দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনার খবর জানতে পেরে ফারাক্কা ব্যারেজে কর্মরত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জাওয়ানেরাও ছুটে আসেন। দ্রুত ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট থানার পুলিশ ও প্রশাসনের কর্তারাও ঘটনাস্থলে পৌঁছোন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মালদার দিক থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল একটি পণ্যবোঝাই লরি। চালকের ভুলেই সেই লরিটি আচমকা ফারাক্কা ব্যারেজের রেললাইন সংলগ্ন রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় জখম হন ওই লরির চালক। সেই মুহূর্তেই ডাউন লাইন দিয়ে একটি মালগাড়ি যাচ্ছিল।
আরও পড়ুন- নিপুণ দক্ষতায় অসাধারণ কীর্তি, পড়শি দেশের মন পড়তে পাড়ির পথে ‘কাঠের দুর্গা’
সেই মালগাড়ির সঙ্গে লরিটির ধাক্কা লাগে। যদিও এর জেরে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, মালগাড়ির বদলে যাত্রীবাহী ট্রেন থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত। এদিকে মঙ্গলবার এই ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছে পাঠিয়েছে মালদা এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসন। পুলিশ এবং প্রশাসনের প্রাথমিক অনুমান, সম্ভবত ওই লরির চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে।
তদন্তের পর দুই জেলার পুলিশ ও প্রশাসনের কর্তারা জানতে পেরেছেন, রেলিং ভেঙে মালগাড়িতে ধাক্কা লাগে লরিটির। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা মারে ওই লরিটি। পরে ফারাক্কা ব্যারেজের রেলিং ভেঙে মালগাড়িতে ধাক্কা মারে। এমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে মালগাড়িটি। মালগাড়ি চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এই দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ ফারাক্কা ব্যারেজে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।