scorecardresearch

চেয়ার ভেঙে-কাপড় ছিঁড়ে তাণ্ডব ‘মনমরা’ প্রেমিকের, প্রেমিকার অন্যত্র বিয়ে গেল ভেস্তে?

বন্ধুদের নিয়ে গিয়ে প্রেমিকার বিয়ের আসরে তাণ্ডব চালাল প্রেমিক।

Lover's vandalism at his lover's wedding ceremony in Mahishadal
প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের তাণ্ডব। ছবি: কৌশিক দাস।

প্রেমিকার অন্যত্র বিয়ে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলেন না প্রেমিক। তরুণীর বিয়ের আসরে গিয়ে তাণ্ডব চালাল প্রেমিক ও তাঁর বন্ধুবান্ধবরা। চাঞ্চল্যকর এই ঘটনা পূর্ব মেদিনীপুরের মহিষাদলের। ঘটনার আকস্মিকতায় হতভম্ব বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিরাও। শেষমেশ পুলিশ গিয়ে বিয়েবাড়িতে ভাঙচুরের ঘটনায় সাতজনকে আটক করেছে।

স্থানীয সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে এলাকারই একটি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মহিষাদলের এক তরুণীর। তবে ওই যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক মন থেকে মেন নিতে পারেননি তাঁর বাবা-মা ও বাড়ির অন্যরা। সেই কারণেই মেয়ের অন্যত্র বিয়ের বন্দোবস্ত করেছিলেন তাঁরা। শুক্রবার রাতে ছিল সেই বিয়ের অনুষ্ঠান। বিয়েবাড়িতে তখন লোকজন ভর্তি। বিয়ের সব প্রস্তুতিও সাড়া হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে একদল যুবক ঢুকে পড়ে বিয়েবাড়িতে।

বিয়েবাড়িতে তাণ্ডব যুবকের দলের।

অভিযোগ, বিয়েবাড়িতে ঢুকেই ভাঙচুর চালাতে শুরু করে জনা কয়েক যুবক। তাঁদেরই একজন বিয়ের কনের প্রেমিক বলে দাবি। বন্ধুদের সঙ্গে নিয়ে এসে প্রেমিকার বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করে দেওয়াই ওই যুবকের উদ্দেশ্য ছিল। বেপরোয়াভাবে বিয়েবাড়ির চেয়ার-টেবিল তুলে মাটিতে আছাড় দিতে শুরু করে যুবকের দল। শুধু তাই নয়, বিয়ে বাড়ি সাজানোর জিনিসপত্রও ছিঁড়ে দেয় তারা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিরা। যদিও পরে তাঁরা বিষয়টি বুঝতে পারেন।

আরও পড়ুন- ‘রাগ করে ঘর ছেড়েছে বউমা’, ফেরাবেন কীভাবে? শাশুড়িকে ‘টিপস’ দিদির দূতের

এদিকে, এই ঘটনার জেরে বিরাট অস্বস্তিতে পড়ে যায় মেয়েটির পরিবার। তবে তাঁরাও ওই যুবকের সঙ্গে তাঁদের মেয়ের প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করে নিয়েছেন। তবে সেই সম্পর্কও বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল বলেই দাবি তাঁদের। মেয়ের বিয়ের অনুষ্ঠানে ভাঙচুরের জেরে মহিষাদল থানায় অভিযোগ জানায় পরিবার। তড়িঘড়ি তদন্তে নেমে পুলিশ ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

আরও পড়ুন- জোরালো ঠান্ডার গ্র্যান্ড কামব্যাক দিন কয়েকেই? জানুন শীতের লেটেস্ট আপডেট

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Lovers vandalism at his lovers wedding ceremony in mahishadal