Advertisment

বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ, সপ্তাহান্তে প্রবল বৃষ্টির পূর্বাভাস

ভরা বর্ষায় বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ।

author-image
IE Bangla Web Desk
New Update
chances of rain during lakshmi puja in west bengal weather update 7 oct 2022

দুর্গাপুজোয় বৃষ্টির হাত থেকে রেহাই মেলেনি।

আবারও বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। ভরা বর্ষায় আবারও একটি নিম্নচাপ তৈরি হতে শুরু করায় ফের একবার ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে এই নিম্নচাপের জেরে মুষলধারে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উল্টোদিকে আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আজ দিনভর কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি চলবে।

Advertisment

চলতি বর্ষায় গোটা রাজ্যেই বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই এবছর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি। গত সপ্তাহে একটি নিম্নচাপের জেরে ভারী-অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও শেষমেশ নিম্নচাপটি ওড়িশার দিকে সরে গিয়েছে। এরই মাত্র কয়েকদিনের ব্যবধানে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ দানা বাঁতে শুরু করেছে।

আরও পড়ুন- গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল, বাড়ি থেকে তুলে নিয়ে গেল সিবিআই

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে ওই নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। আগামী শনিবার নিম্নচাপটি পুরোপুরিভাবে তৈরি হয়ে প্রভাব ফেলতে শুরু করবে দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে।

নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রবিবার ভারী বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে। এদিকে, আলিপুর আবহওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর কলকতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমের বেশ কয়কেটি জেলায় আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Weather Report weather update Weather Forecast
Advertisment