বঙ্গোপসাগরে আরও একটি নিম্মচাপ তৈরি হচ্ছে। আগামিকালই বঙ্গোপসাগরের বুকে আরও একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে। তারই জেরে ফের একবার দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টির সম্ভাবনা প্রবল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহওয়ার বদল চোখে পড়বে বৃহস্পতিবার বিকেলের পর থেকেই। বিরাট বদল হবে আবহাওয়ায়। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে।
চলতি বর্ষায় রাজ্যজুড়ে বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি। নিম্নচাপের জেরে গত কয়েকদিন দফায়-দফায় বৃষ্টি চললেও সেই ঘাটতি পূরণ হয়নি। এবার বঙ্গোপসাগরেই ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে।
তারই জেরে বৃহস্পতিবার বিকেল থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টি চলবে। শুক্রবার থেকে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আরও পড়ুন- ‘বাড়িতে অন্তত ১০০ বার ফুটবল নাচাই’, কেন? জানালেন মমতা
সব মিলিয়ে নিম্নচাপের জেরে ফের একবার আবহাওয়ায় বিরাট বদল আসতে চলেছে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত স্পষ্ট। বৃহস্পতিবার দিনভর শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত দফায়-দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।