দানা বাঁধছে নিম্নচাপ। তারই জেরে আগামী সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়ার পরিস্থিতির ব্যাপক বদল চোখে পড়বে। প্রায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে বলে আগেভাগে জানিয়ে রবিবার রাতের মধ্যেই মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ আবহাওয়া দফতরের।
ফের নিম্নচাপের ভ্রূকুটি বঙ্গে। মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে রবিবারের মধ্যেই নিম্নচাপটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে।
নিম্নচাপের জেরে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বেশি। ঘণ্টায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণেই রবিবার রাতের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ‘পিসি চোর, ভাইপো চোর’, BJP-র স্লোগানে ক্ষেপে লাল বিধায়ক, তেড়ে গিয়ে ‘মারধর’
নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, আজ দিনভর গোটা রাজ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা-মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।