Advertisment

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, তেড়ে বৃষ্টিতে ধুয়ে যাবে একাধিক জেলা

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। রবিবার তা আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল।

author-image
IE Bangla Web Desk
New Update
low depression will form bay of bengal west bengal weather forecast

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ।

আশা জাগাচ্ছে নিম্নচাপ। শনিবারই বঙ্গোপসাগরে পুরোপুরিভাবে তৈরি হয়ে যাচ্ছে ওই নিম্নচাপ। রবিবার তা আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। নিম্নচাপের হাত ধরেই রবিবার ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে।

Advertisment

চলতি বর্ষায় গোটা রাজ্যেই বৃষ্টির ঘাটতি রয়েছে। এবার নিম্নচাপের হাত ধরে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। তবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার একাংশে।

আরও পড়ুন- অনুব্রতর বাড়ি বয়ে গিয়ে চিকিৎসা, সুপার-সহ দুই চিকিৎসককে CBI নোটিশ

উল্টোদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও।

তবে শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামিকাল থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather update weather today Weather Forecast
Advertisment