/indian-express-bangla/media/media_files/2025/03/01/ujdokIIZuieui5Ghfm7K.jpg)
lpg cylinder price cut: ফের দাম কমল রান্নার গ্যাসের।
LPG price cut November 2025: নভেম্বর মাসের শুরুতেই দারুণ খবর। ফের কমল রান্নার গ্যাসের দাম। আজ ১ নভেম্বর থেকে রান্নার গ্যাসের দাম কমালো দেশের তেল সংস্থাগুলি। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। আজ ১ নভেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমানো হয়েছে।
আবারও ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলো। দেশের তেল সংস্থাগুলি প্রতিমাসের শুরুতেই বিশ্ব বাজারে পেট্রোপণ্যের দামের বিশ্লেষণ করে গ্যাসের দাম বাড়ায় বা কমায়। নভেম্বর মাসের শুরুতেই এবার আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম বিবেচনা করে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হলো।
আজ ১ নভেম্বর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬ টাকা পর্যন্ত কমেছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি কমেছে। সিলিন্ডার পিছু ৬ টাকা দাম কমে এখন কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়ছে ১৬৯৪ টাকা। অন্যদিকে দিল্লি, মুম্বইতেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে যথাক্রমে ১৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১৫৪২ টাকা।
১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু অপবর্তিত রয়েছে। বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৮৭৯ টাকাই রয়েছে।
আরও পড়ুন-West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us