LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম

LPG price Kolkata: নভেম্বর মাসের শুরুতেই ফের রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা বিশ্লেষণ করে রান্নার গ্যাসের দাম বাড়ায় কিংবা কমায় দেশের তেল সংস্থাগুলি।

LPG price Kolkata: নভেম্বর মাসের শুরুতেই ফের রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা বিশ্লেষণ করে রান্নার গ্যাসের দাম বাড়ায় কিংবা কমায় দেশের তেল সংস্থাগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
LPG price cut November 2025  ,LPG cylinder price today,  commercial LPG cylinder price,  domestic gas cylinder price,  LPG price Kolkata,  LPG price West Bengal,  gas cylinder rate cut,  oil companies price revision,  LPG price in India  ,19 kg commercial cylinder price,রান্নার গ্যাসের দাম  ,এলপিজি সিলিন্ডারের দাম  ,নভেম্বর মাসে গ্যাসের দাম কমল,  বাণিজ্যিক সিলিন্ডারের দাম,  কলকাতায় গ্যাসের দাম,  এলপিজি দাম আপডেট,  তেল সংস্থার নতুন দাম  ,গ্যাস সিলিন্ডার মূল্য হ্রাস,  বাড়ির গ্যাসের দাম  ,আজকের গ্যাসের দাম

lpg cylinder price cut: ফের দাম কমল রান্নার গ্যাসের।

LPG price cut November 2025: নভেম্বর মাসের শুরুতেই দারুণ খবর। ফের কমল রান্নার গ্যাসের দাম। আজ ১ নভেম্বর থেকে রান্নার গ্যাসের দাম কমালো দেশের তেল সংস্থাগুলি। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। আজ ১ নভেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

Advertisment

আবারও ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলো। দেশের তেল সংস্থাগুলি প্রতিমাসের শুরুতেই বিশ্ব বাজারে পেট্রোপণ্যের দামের বিশ্লেষণ করে গ্যাসের দাম বাড়ায় বা কমায়। নভেম্বর মাসের শুরুতেই এবার আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম বিবেচনা করে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হলো।

আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি

Advertisment

আজ ১ নভেম্বর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬ টাকা পর্যন্ত কমেছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি কমেছে। সিলিন্ডার পিছু ৬ টাকা দাম কমে এখন কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়ছে ১৬৯৪ টাকা। অন্যদিকে দিল্লি, মুম্বইতেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে যথাক্রমে ১৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১৫৪২ টাকা।

আরও পড়ুন-Abhishek Banerjee:SIR বা ভোটার তালিকা যাচাইয়ে তৃণমূলের 'গেম প্ল্যান' কী? জেনে নিন অভিষেকের 'গোপন নির্দেশ'!

১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু অপবর্তিত রয়েছে। বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৮৭৯ টাকাই রয়েছে।

আরও পড়ুন-West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই

West Bengal News kolkata news Commercial LPG LPG Cylinder LPG Price LPG Price Reduce