Advertisment

'২৪-এর ভোটের আগে 'মাস্টারস্ট্রোক' মোদীর, 'বিরাট' কমল রান্নার গ্যাসের দাম, কটাক্ষ তৃণমূলের

লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম কমাল কেন্দ্রীয় সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
lpg cylinder price reduce before loksabha election 2024

কমল রান্নার গ্যাসের দাম।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে রান্নার গ্যাসের দাম কমাল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশজুড়ে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজ্বলা যোজনায় সিলিন্ডার পিছু ভর্তুকি বেড়েছে ৪০০ টাকা। অন্যদিকে সাধারণ গ্রাহকদের জন্য সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisment

অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের জন্য সিলিন্ডার পিছু ৪০০ টাকা করে কমছে রান্নার গ্যাসের দাম। অন্যদিকে সাধারণ গ্রাহকদের জন্য সিলিন্ডার পিছু ২০০ টাকা করে কমানো হচ্ছে রান্নার গ্যাসের দাম। লোকসভা নির্বাচনের আগে এবার রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত মোদী সরকারের।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রান্নার গ্যাসের দাম কামনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাখী ও ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রায় দেড় বছর পর রান্নার গ্যাসের দাম নামল হাজারের নীচে। আগামী ১ সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দাম কমার এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই মুহূর্তে কলকাতায় ১,০৭৯ টাকায় এলপিজির ১৪.২ কেজির একটি সিলিন্ডার পান গ্রাহকরা। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিলিন্ডারটি ২০০ টাকা কমে পাবেন তাঁরা। একইভাবে উজ্বলা যোজদনার গ্রাহকরাও সিলিন্ডার পিছু ৪০০ টাকা কমে পাবেন।

আরও পড়ুন- কলকাতার কাছেই অসাধারণ এক দ্বীপ, সবুজে ঘেরা এপ্রান্তের মায়াবী পরিবেশ মন কাড়বেই!

এদিকে, লোকসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসের দাম কমানো ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে তৃণমূল। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন বলেছেন, 'দেশজুড়ে নো ভোট টু বিজেপি স্লোগান উঠেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে। যা দাম বেড়েছে তার তুলনায় এই ভর্তুকি কিছুই নয়। কেন্দ্রীয় সরকারকে নীতি পরিবর্তন করতে হবে।'

West Bengal Modi Government LPG Price tmc bjp loksabha election 2024
Advertisment