একধাক্কায় অনেকটাই কমল গ্যাসের দাম, নতুন আর্থিক বছরের শুরুতেই স্বস্তি!

নয়া আর্থিক বছর শুরুর প্রথম দিনেই দাম কমল গ্যাসের।

নয়া আর্থিক বছর শুরুর প্রথম দিনেই দাম কমল গ্যাসের।

author-image
IE Bangla Web Desk
New Update
Lpg Cylinder price reduces

দাম কমল LPG গ্যাস সিলিন্ডারের।

নতুন আর্থিক বছর শুরুর প্রথম দিনেই মধ্যবিত্তের স্বস্তি! বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা রান্নার গ্যাসের সিলিন্ডার এবং শিল্পে ব্যবহৃত সিলিন্ডারের দাম কমানো হয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৯০ টাকার কাছাকাছি। অর্থাৎ কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছে ২১৩২ টাকা।

Advertisment

নতুন আর্থিক বছরের শুরুর দিন থেকেই নতুন দাম কার্যকর করেছে তেল সংস্থাগুলি। গত মাসেই ঘরোয়া সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। সেই দাম এখনই কমানোর পথে হাঁটেনি তেল সংস্থাগুলি। মার্চেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল। সেই সিলিন্ডারের দাম এবার ৯২ টাকা কমানো হয়েছে।

আরও পড়ুন- আজ থেকে কলকাতা শহরে বাড়ল পার্কিং ফি, কোন গাড়িতে কত খরচ?

Advertisment

শহর কলকাতায় এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২১৩২ টাকা। অন্যদিকে, রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০২৮ টাকা হয়েছে। মুম্বইয়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ২১৯২.৫ টাকা।

তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও এখনই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার। বা খুব শীঘ্রই সেই দাম কমানো হবে বলেও ইঙ্গিত মেলেনি। বর্তমানে শুধুমাত্র বাণিজ্যিকভাবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েই হাত গুটিয়েছে কেন্দ্র।

kolkata news West Bengal LPG Price LPG Cylinder