মাস পয়লায় দারুণ খবর। একধাক্কায় ৮৫ টাকা কমে গেলে রান্নার গ্যাসের দাম। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমেছে। এতদিন কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৯৬০.৫০ টাকা। আজ বৃহস্পতিবার অর্থাৎ, ১ জুন থেকে সেই দাম কমে হয়েছে ১৮৭৫.৫০ টাকা। কলকাতায় বাণিজ্যিক প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমেছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে বদল নেই। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম যা ছিল তাই রয়েছে।
প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠা-নামার উপর ভিত্তি করে জ্বালানির দামের মূল্যায়ন করে দেশের তেল সংস্থাগুলি। এবার সেই মূল্যায়নের উপর ভিত্তি করেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এই সিলিন্ডার মূলত হোটেল, রেস্তেরাঁ-সহ ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে ব্যবহার করা হয়। বাণিজ্যিক এই সিলিন্ডারের দামই এক ধাক্কায় ৮৫ টাকা কমানো হয়েছে।
আরও পড়ুন- গরমের ছুটি আরও বাড়ল, কবে খুলবে স্কুল, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
তবে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেনি। আপাতত ১৪.২ কেজির বড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার ১১২৯ টাকাতেই কিনতে হবে আমআদমিকে। এই পর্বে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর কোনও প্রভাবই পড়বে না গৃহস্থ পরিবারে। তবে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার জেরে বড় ব্যবসায়ীদের পাশাপাশি উপকৃত হবেন ছোট ব্যবসায়ীরাও।
ছোট হোটেল, রেস্তোরাঁগুলি এর জেরে কিছুটা হলেও সুরাহা পাবে। এর আগেও গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এবার জুন পয়লাতেই ফের কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।