Advertisment

ফের কোপ হেঁশেলে, আরও মহার্ঘ্য রান্নার গ্যাস

চলতি মাসে এখন পর্যন্ত দু'বার রান্নার গ্যাসের দাম বাড়ল।

author-image
IE Bangla Web Desk
New Update
The oil companies decided to reduce the price of commercial gas cylinders

জুলাইয়ের শুরুতেই কমল LPG-র দাম।

আরও মহার্ঘ্য রান্নার গ্যাস। অস্বস্তি আরও বাড়িয়ে আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের। এই নিয়ে এক মাসে দু'বার দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়ে হয়েছিল ১০২৬ টাকা। এবার আরও ৩ টাকা বেড়ে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম হল ১০২৯ টাকা।

Advertisment

মধ্যবিত্তের হেঁশেলে ফের কোপ। ১২ দিনের মাথায় ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। ৩ টাকা বেড়ে এখন বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১০২৯ টাকা। এক কথায় মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিতে দিশেহারা আমজনতা। পেট্রোল-ডিজেলের চড়া দামের জন্য এমনিতেই সব জিনিসের দাম বেড়েছে। প্রতিদিন বাজারে গিয়ে তা হাড়ে-হাড়ে টের পাচ্ছে সাধারণ মানুষ। এর উপর ফের এক দফায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের ঘাড়ে স্বভাবতই খরচের বোঝা আরও বাড়বে।

আরও পড়ুন- SSC ভবন ঘিরে রেখেছে CRPF, দুপুরের আগে কর্মীদের ‘নো-এন্ট্রি’

কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির জেরেই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি হচ্ছে বলে আওয়াজ তুলেছে বিরোধীরা। মোদী সরকারের চড়া হারে শুল্ক আদায়ের জেরেই আর্থিক বোঝা চাপছে সাধারণ মানুষের উপর, এমনই অভিযোগ বিজেপি বিরোধী রাজ্যগুলির। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের লাগাতার দাম-বৃদ্ধিকেই দেশের বাজারে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির পিছনে দায়ী করছে কেন্দ্রীয় সরকার।

উল্টে পেট্রোল-ডিজেলের দাম কমাতে রাজ্যগুলিকেই এগিয়ে আসতে আবেদন জানিয়েছে কেন্দ্র। পেট্রোল-ডিজেলের উপরে রাজ্যের চাপানো কর কমানোর বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই মোদীর আবেদনে সাড়া দিয়ে পেট্রোল-ডিজেলে কর কমিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। তবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র-সহ একাধিক অবিজেপি রাজ্যগুলি সেই পথে এখনও হাঁটেনি।

West Bengal LPG Price Hike kolkata LPG Price
Advertisment