Advertisment

Premium: দিঘার মুকুটে জুড়ছে নয়া পালক! পর্যটকদের জন্য অভিনব উদ্যোগ প্রশাসনের

Digha Luxury Cruise Ride: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘায় পর্যটকদের জন্য শীঘ্রই চালু হতে চলেছে প্রমোদতরী। অপেক্ষায় পর্যটক যাত্রী। পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ। চলতি মাসের শেষের দিকে চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দিঘার সমুদ্রে প্রমোদতরীর যাত্রা।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
This route will cost only 45 rupees to go from Howrah to Digha, মাত্র ৪৫ টাকাতেই হাওড়া থেকে দিঘা

Digha: দিঘার অপরূপ সমুদ্র সৈকত।

Digha Luxury Cruise Ride: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘায় পর্যটকদের জন্য শীঘ্রই চালু হতে চলেছে প্রমোদতরী। অপেক্ষায় পর্যটক থেকে শুরু করে যাত্রীরা। পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়েছে। চলতি মাসের শেষের দিকে চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দিঘার সমুদ্রে প্রমোদতরীর এই যাত্রা।

Advertisment

বছরের এমন কোনও দিন নেই যেদিন দিঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে। সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দিঘায়। আগে দিঘায় আসা মানে সমুদ্রের স্নান করা এবং হুল্লোড় করে বাড়ি ফেরা এটাই ছিল রুটিন। তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে।

এখন দিঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস-সহ আরও কত কী। তবে এবার সবকিছুকেই ছাপিয়ে যাবে সমুদ্রবক্ষে প্রমোদ ভ্রমণ। গোয়ার মতো দিঘাতেও সমুদ্রবক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। ২৩ সালে ডিসেম্বরে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল 'এম ভি নিবেদিতা' নামের প্রমোদতরী বা ক্রুজের সাজসজ্জার কাজ। কিন্তু তার পরবর্তীতে নড়বড়ে হয়ে পড়েছিল পল্টুন জেটি ও গ্যাংওয়ে। ফলে সেই সময় স্থগিত হয়ে যায় প্রমোদতরীর সমুদ্র যাত্রা। তবে অবশেষে সেই বাধা দূর হয়েছে। বর্ষাকালেই দিঘায় এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকেরা।

সমুদ্রবক্ষে প্রমোদভবন চালু করার জন্য প্রশাসন শুরু করেছিল যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নের কাজ। ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়। এবিষয়ে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য জানান, 'প্রমোদতরীর ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে। আগামী জুলাইয়ে পর্যটকদের নিয়ে প্রমোদতরী সাগরসফর শুরু করবে বলে আশা করছি আমরা।'

আরও পড়ুন Digha: পর্যটকদের জন্যই অভূতপূর্ব বন্দোবস্ত দিঘায়! যুগান্তকারী এই উদ্যোগের দুরন্ত প্রশংসা!

প্রশাসন সূত্রে জানা যায়, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদন উপভোগে গান বাজনা-সহ দারুণ সব ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বাতানুকূল এই প্রমোদতরীটিতে। মোট ২টি ডেক রয়েছে সেটিতে। যাত্রীদের বসার জন্য আছে ৮০টি আসন। প্রতিটি ডেকেই আছে সমুদ্রের নীল জলরাশি ও আকাশের মিতালী উপভোগের চমৎকার ব্যবস্থা। থাকছে রেস্তরাঁও।

বর্তমানে দিঘার নায়েকালী মন্দির প্রাঙ্গনে নির্মাণ করা হয়েছে নতুন পল্টুন জেটি। সেই সঙ্গে জেটি যাওয়ার রাস্তা কংক্রিটের করা হয়েছে। আপাতত চম্পা নদীর মোহনায় নোঙর করা রয়েছে প্রমোদতরী এম ভি নিবেদিতা। প্রশাসন সূত্রে জানা যায় চম্পা নদী মোহনা তীরবর্তী এলাকায় সীমাবদ্ধ থাকবে এই সমুদ্র সফর। ফলে এবার দীঘায় এসে সমুদ্র স্নানের পাশাপাশি সমুদ্র বক্ষে ঘুরে বেড়ানোর মজা উপভোগ করতে পারবেন পর্যটকেরা। সমুদ্রের অ্যাডভেঞ্চারের পাশাপাশি মোহনার তীরে রূপসী ম্যানগ্রোভ এবং পাখিদের কলতানের সঙ্গে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক নৈসর্গিক দৃশ্যপট গড়ে তুলবে পর্যটকদের মনে।প্রশাসন সূত্রে এখনও এই প্রমোদ ভ্রমণের ভাড়া কত তা জানা যায়নি। তবে আগামী দিনে এই সমুদ্রবক্ষে প্রমোদ ভবন জনপ্রিয় হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন Digha: এখবরে ভ্রমণরসিকদের মনে সুনামি বইবে! মাত্র ৪৫ টাকায় হাওড়া থেকে দিঘা, কীভাবে? জানুন ঝটপট

সামনেই রথযাত্রা, ওল্ড দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসব দেখতে পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়বে। প্রমোদতরী চালু হলে পর্যটকদের কাছে নতুন এক উপহার হয়ে উঠবে। দিঘার সমুদ্রে স্নানের পাশাপাশি এবার প্রমোদতরীর আনন্দ উপভোগ করবেন পর্যটকেরা।

রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে পাশাপাশি দিঘা পর্যটনকেন্দ্রকে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য একের পর উন্নয়নমূলক কাজ করে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন দিঘাকে গোয়ার মতো সাজাবেন। সেই দিকেই এগিয়ে চলেছে রাজ্য সরকার।।

Digha-Shankarpur Board Digha Tourism West Bengal
Advertisment