কলকাতার অন্যতম ব্যস্ত উড়ালপুল 'মা'। এই উড়ালপুল একাধিক জায়গা খানাখন্দে ভরে গিয়েছে। যান চলাচলেও দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে। ফলে যানজটে জেরবার হচ্ছে অবস্থা। ফলে 'মা' উড়ালপুলের সংস্কার কাজের প্রয়োজন রয়েছে। যা করতে উদ্যোগীও হয়েছিল কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। কিন্তু, ট্রাফিক নিয়ন্ত্রণের কথা ভেবে এতদিন তাতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। শেষে পর্যন্ত অবশ্য কলকাতা পুলিশেপ ইস্ট ট্র্যাফিক গার্ডের অনুমোদন পেল কেএমডিএ। আজ (মঙ্গলবার, ০৮.০৮.২০২৩) থেকেই 'মা' উড়ালপুল মেরামতির কাজ শুরু হচ্ছে।
কেএমডিএ সূত্রে খবর, মঙ্গলবার থেকে আগামী ৫ দিন রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত 'মা' উড়ালপুলের সংস্কারের কাজ চলবে। এই সময় উড়ালপুলে যান চলচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।
'মা' উড়ালপুলের সংস্কার কাজ নিয়ে এর আগে কেএমডিএ-র আধিকারিকদের সঙ্গে কলকাতা পুলিশের ট্র্য়াফিক কর্তাদেরও বেশ কয়েকবার বৈঠকহয়েছে। তারপরেই রফা সূত্র মেলে বলে সূত্রের খবর।
কেএমডিএ সূত্রে খবর, 'মা' উড়ালপুলের রাস্তা মেরামতির সঙ্গেই সিসিটিভি এবং কিছু বৈদ্যুতিন কাজও হবে এই পাঁচ দিন। জানা গিয়েছে যে, আগামী বৃহস্পতিবার রাতে 'মা' ফ্লাইওভার থেকে রুবি-গামী র্যাম্প এবং সায়েন্স সিটি থেকে উড়ালপুলে ওঠার র্যাম্পের কাজ হবে।