Advertisment

'বাদাম বেচতে হবে', দলেরই প্রবীণ নেতা সৌগতকে যা নয় তাই বললেন মদন...কেন?

তৃণমূল সাংসদ সৌগত রায়কে তুমুল কটাক্ষ কামারহাটির জোড়াফুলের বিধায়ক মদন মিত্রের।

author-image
IE Bangla Web Desk
New Update
madan mitra attacks sougata roy

মদন মিত্র ও সৌগত রায়।

সম্প্রতি ইডির দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জের সুরেই তিনি জানিয়েছিলেন তাঁকে ও দলের সবাইকে গ্রেফতার করা হোক, কিন্তু শুরুটা হোক শুভেন্দু অধিকারীকে দিয়ে। টিভিতে টাকা নিতে দেখা গিয়েছিল যাঁকে। অভিষেকের সেই মন্তব্য নিয়ে এবার তমুল আকচাআকচি তৃণমূলের অন্দরেই। সৌগত রায় নারদ কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত। অভিষেকের সেই বক্তব্যের পরে তিনি সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন। যা নিয়ে তাঁর নাম না করে বেনজির কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মদন মিত্র।

Advertisment

অভিষেকের মন্তব্য প্রসঙ্গে কী বলেছিলেন সৌগত রায়?

"অভিষেক বললেই তো ধরবে না। ধরবে আইনে যদি বলা হয় তাহলে। ৫ বছর আগে আমাদের জিজ্ঞাসাবাদ করেছে। তারপর এগোয়নি সিবিআই তা আমি কী করব। অভিষেক যা ঠিক মনে করেছে ও করেছে। ও দলের শীর্ষ নেতা হিসেবে সেটা বলেছে। গ্রেফতার তো সঙ্গে সঙ্গে করে না। আমাদের যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন তো গ্রেফতার করেনি। গ্রেফতার করবে তখনই যখন জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক কিছু পাবে। গ্রেফতার সঙ্গে সঙ্গে করার ব্যাপার নয়। তা যে যাই বলুক।"

আরও পড়ুন- নতুন কায়দায় অ্যাউন্ট থেকে টাকা গায়েব! কীভাবে, বাঁচার উপায় কী? পড়ুন সাইবার বিশেষজ্ঞের পরামর্শ

নাম না নিয়ে সৌগত রায়কে নিশানা করে কী বলেছেন মদন মিত্র?

"আমাদের কিছু নেতা ভুলে যান যে মমতা-অভিষেকের দেওয়া প্রতীকেই তাঁরা জিতেছেন। যত বড় নেতা হোন কাল প্রতীক কেড়ে নিলে ফের ছাত্র পড়াতেই হবে। আইনস্টাইন কী বলেছিলেন, আর্কিমিডিস কী বলেছিলেন…ছাত্রও জুটবে না তখন বাদাম বেচতে হবে। এই ধরনের মন্তব্য দলকেই অপমান করে। হিম্মত যদি থাকে তবে বলে দিন অভিষেক বললেই লড়ব নাকি? দলের প্রতীক ছাড়া লড়ব। দেখবেন গুড় বেচতে হবে তখন।"

abhishek banerjee Sougata Roy West Bengal Madan Mitra Narada Sting Operation tmc
Advertisment