Advertisment

'আস্তে আস্তে সিঁদ কাটবেন ভেবেছিলেন রাজ্যপাল', এবার তুলোধনা মদন মিত্রের

'সখ্যতা' ভুলে এবার সিভি আনন্দ বোসকে উপর্যুপরি আক্রমণে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
cv ananda bose insitigating to murder tmc workers alleged by madan mitra

রাজ্যপালকে দুষে সোচ্চার মদন মিত্র।

শুধু চিড় নয়, এবার রাজ্যপালের সঙ্গে শাসকদলের সম্পর্কে বড়সড় ফাটল। কুণাল ঘোষের পর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তুলোধনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। 'রাজ্যপাল ভেবেছিলেন আস্তে আস্তে সিঁদ কাটব, তারপর আসল চেহারাটা দেখাব।' কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই ইস্যুতেই এবার রাজ্যপালকে একহাত মদন মিত্রের।

Advertisment

ঠিক কী বলেছেন মদন মিত্র?

রাজ্যপালকে আক্রমণ করে এদিন মদন মিত্র বলেন, 'কেউই আমাদের রাজ্যপাল নন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যপাল হন। এরা সবাই বিজেপির রাজ্যপাল। এই রাজ্যপাল ভেবেছিলেন আস্তে আস্তে সিঁদ কাটবেন। তারপর আসল চেহারাটা দেখাবেন। এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবেন তিনি ভাবেননি। আমরা বর্ণপরিচয়, অ-আ-ক-খ ওঁকে শিখিয়েছি। উনি অ-আ-ক-খ শিখেছেন কিন্তু এখনও CAT, BAT শেখেননি।'

আরও পড়ুন- শেষমেশ তাল কাটলই! ‘BJP-র কথায় বিবৃতি রাজ্যপালের’, তৃণমূল মুখপত্রে কড়া সমালোচনা

এদিকে, মদন মিত্রের এই মন্তব্য সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে বলেন, 'কাল পর্যন্ত এরা খুব খুশি ছিলেন। রাজ্যপাল ওদের সঙ্গে গল্প করেছেন, খাওয়া-দাওয়া করেছেন, পার্টি দিয়েছেন। এ পর্যন্ত ঠিক ছিল। যেই একটা ওদের অন্যায়ের প্রতিবাদ করেছেন, তখনই ওদের আসল রূপটা বেরিয়ে গেল। দাঁত-নখ বের করেছে। উনি তো রাজনীতি করছেন না। উনি সাংবিধানিক পদে রয়েছেন। সাংবিধানিক পথেই রাজ্য সরকারকে সতর্ক করেছন। তাতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেল।'

উল্লেখ্য, গত শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, পাথর বৃষ্টি এমনকী গুলি চালানোরও অভিযোগ ওঠে। গোটা ঘটনায় বিজেপি আঙুল তুলেছে শাসকদল তৃণমূলের দিকে।

আরও পড়ুন- হঠাৎ বেড়েছে অসুস্থতা, হাসপাতালে ভর্তি মুকুল রায়

ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হলে তিনি নীরব থাকবেন না। এমনকী শনিবারের ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনের কাছে রিপোর্টও তলব করেছেন তিনি। রাজ্যপালের এই পদক্ষেপেই ক্ষুব্ধ শাসকদল তৃণমূল।

আরও পড়ুন- জঙ্গল থেকেই ঝাঁপ নৌকায়, মৎস্যজীবীর ঘাড়-মাথা কামড়ে খেল দক্ষিণরায়!

tmc bjp West Bengal Madan Mitra Bengal Governor cv ananda bose
Advertisment