Advertisment

Madan Mitra: আড়িয়াদহে গুন্ডারাজ! সৌগত-র পর মদনকে ভয়ঙ্কর হুমকি, তোলপাড় বঙ্গ-রাজনীতি

আড়িয়াদহ কাণ্ডে 'জায়ান্ট সিংকে' না ছাড়লে খুনের হুমকি দেওয়া হয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সেই রেশ কাটতে না কাটতেই খুনের হুমকি পেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Breaking News,ABP Ananda,Jayanta Singh,KOlkata News,MADAN MITRA,Saugata Roy,TMC News,Madan gets Threat Call,মদন মিত্র, তৃণমূল, হুমকি ফোন, জয়ন্ত সিংহ

আড়িয়াদহ কাণ্ডে 'জায়ান্ট সিংকে' না ছাড়লে খুনের হুমকি দেওয়া হয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সেই রেশ কাটতে না কাটতেই খুনের হুমকি পেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

Madan Mitra: আড়িয়াদহে গুন্ডারাজ! এবার খুনের হুমকি পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

Advertisment

আড়িয়াদহ কাণ্ডে 'জায়ান্ট সিংকে' না ছাড়লে খুনের হুমকি দেওয়া হয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সেই রেশ কাটতে না কাটতেই খুনের হুমকি পেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

হুমকি ফোন প্রসঙ্গে সাংসদ সৌগত রায় জানান, "কেউ অবাঙালি খুব খারাপ ভাষায় বলে তুই যদি জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেব"।

তৃণমূল সাংসদের পর এবার খোদ খুনের হুমকি পেলেন তৃণমূল বিধায়ক। আড়িয়াদহের ভাইরাল ভিডিও কাণ্ডে নাড়িয়ে দিয়েছে রাজ্য-রাজনীতিকে। এরপরই সেই ঘটনায় 'জায়ান্ট সিংকে' গ্রেফতার করে পুলিশ। তার গ্রেফতারির পরই প্রথম হুমকি ফোন আসে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কাছে। এর রেশ কাটতে না কাটতেই মদন মিত্রকে ফোন করে হুমকির সুরে বলা হয়, 'তোকে গুলি করলে কে বাঁচাবে'?
সংবাদ মাধ্যমের সামনে মদন মিত্র জানিয়েছেন, "হঠাৎ ১২টা বেজে ১৯-এ ফোন আসে। আমি সব ফোন ধরি। সাধারণত আমি ১২টায় ঘুমাই না। আমি অসুস্থ। ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না। ফোন আসতেই আমি ফোন রিসিভ করি। ফোন ধরতেই আমাকে বলা হয় তোকে গুলি করলে কে বাঁচাবে? গুলি খাওয়ার জন্য তৈরি হ…"।

আরও পড়ুন- < Suvendu-Shah: শুভেন্দুর নালিশনামা সময় নিয়ে শুনলেন অমিত, লোকসভা বিপর্যয়ের পর প্রথম শাহ-দর্শন >

মদন মিত্রের দাবি, ফোন পেয়ে এতটুকু নার্ভাস না হয়ে আমি খুব শান্ত গলায় বলি কে বলছেন? কে বলছেন? ততক্ষণে ফোন কেটে দেওয়া হয়। মোট ৪৬ সেকেন্ড কথা হয়। ফের আজ সকালে ৭ টা বেজে ৩৬ মিনিটে একই নম্বর থেকে ফোন আসে। কিন্তু সেই ফোন আমি ধরতে পারিনি। মদন আরও দাবি করেছেন ফোন কলটি কোন পাব, বার, পানশালা থেকে করা হয়েছিল। আশেপাশে অনেকে ছিল। যে ভাষায় কথা বলছিল, সুপারি দেওয়ার কথা বলা হয়েছে, তাতে অর্জুন সিংয়ের মত লোকেরা জড়িত"।

দাবাং স্টাইলে দাপুটে তৃণমূল নেতা বলেন, "যদি জিজ্ঞেস করেন আমি ভয় পেয়েছি বা গুরুত্ব দিচ্ছি কি না, সেরকম কোনও ব্যাপার নয়। এসব গুন্ডাদের আমরা চিনি।" জয়ন্ত সিং জেলে রয়েছেন তাই সেখান থেকে ফোন আসা সম্ভব নয় বলে দাবি করে মদন মিত্র বলেছেন, "সৌগত রায়ের ফোনে যে হুমকি ফোন এসেছিল তার টাওয়ার লোকেশান ট্র্যাক করলেই এই মামলার কিনারা করা সম্ভব"।

Madan Mitra Sougata Roy
Advertisment