তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন মদন মিত্র। দুধপুকুরে নেমে প্রার্থনা সারার পরেই মন্দিরে ঢোকেন তৃণমূল নেতা। তাঁর কথায়, ''পৃথিবীর সবোর্চ্চ শক্তিমান ভগবান শিব। ভগবানের দরজায় এসেছি। যাঁরা পাপী তাঁরা পাপের প্রায়শ্চিত্ত করুন। যাঁরা পাপী নন, তাঁদের যেন হয়রানি না হয়। অতিমারী থেকে সকলকে রক্ষা করুন বাবা মহাদেব।'' একই সঙ্গে 'আজ পাশে কেউ নেই' শীর্ষক পার্থের আক্ষেপেও মদন মিত্রের পরামর্শ, ''জীবনের কিছুটা সময় একাই চলতে হয়। জীবনে একা চলতে শেখাটাও একটা আর্ট।''
খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মদনকে 'কালারফুল' বলেছেন। নিত্যনতুন সাজে সাজতে মদন মিত্রের জুড়ি মেলা ভার। তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন মদন মিত্র। মদন মিত্র মন্দিরে ঢোকার আগেই সেখানে জড়ো হয়ে গিয়েছিলেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা। কলকাতা থেকে যাওয়া 'দাদা'র অ্যাপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে সেব্যাপারে আগাগোড়া সজাগ দৃষ্টি ছিল দলের স্থানীয় নেতাদের।
কালো রঙের পাঞ্জাবি পরে মন্দিরে ঢোকেন মদন। শিবকেই পৃথিবীর সবোর্চ্চ শক্তিমান ভগবান রূপে মানেন মদন মিত্র। ভগগবান শিবের কাছেই তাই করোনামুক্ত পৃথিবীর আর্তি জানিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তবে সাংবাদিকদের বেশ কিছু রাজনৈতিক প্রশ্নেরও সটান উত্তর দিয়েছেন তিনি। মদন মিত্র বলেন, ''সামনের পঞ্চায়েত ভোটের জন্য দলের সর্বস্তরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা নিশ্চিত ৯৮% পঞ্চায়েতে তৃণমূল জয়লাভ করবে। শিবের পূজো দিতে এসে এটাই প্রার্থনা।''
আরও পড়ুন- রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতি ভোট, মোদী-মমতা কথা, ‘সেটিং’ বাণে ‘ল্যাজেগোবরে’ বঙ্গ বিজেপি
এদিন এসএসসি দুর্নীতি ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপধ্যায়ের গ্রেফতারি নিয়েও মুখ খুলেছেন মদন। কোর্টের নির্দেশে জেলে যাওয়ার আগে কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে নাকি পার্থ বলেছিলেন, ''দেখলেন আজ আমার পাশে কেউ নেই।'' পার্থ চট্টোপাধ্যায়ের সেই আক্ষেপ নিয়েও এদিন মুখ খুলেছেন মদন।
তৃণমূল নেতার কথায়, ''একটা অভিযোগ উঠেছে। দল তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। জীবনের কিছুটা সময় একাই চলতে হয়। জীবনে একা চলতে শেখাটাও একটা আর্ট।'' স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায় এসএসসি কাণ্ডে 'ষড়যন্ত্র' তত্ত্ব খাড়া করেছিলেন। এদিন সেই প্রসঙ্গে মদন মিত্র বলেন, ''বার বার বলছে একটি ষড়যন্ত্র আছে। যেটা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। কী ষড়যন্ত্র আছে সেটা বলে দিক।
''