Advertisment

হঠাৎ কী হল মদনের? কাল অস্ত্রোপচার হতে পারে তৃণমূল বিধায়কের

এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Madan Mitra may undergo surgery tomorrow at SSKM Hospital

মদন মিত্র। ফাইল ছবি।

এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনতিবিদ। নিউমোনিয়ায় ভুগছেন মদন মিত্র। শারীরিক সমস্যা বাড়তে থাকায় গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতিতে সিপিআর দিতে হয় তাঁকে। হাসপাতাল সূত্রের খবর, সেই সময়ে হাড় সরে যায় তাঁর। সেই কারণেই এবার তাঁর অস্ত্রোপচার হতে পারে।

Advertisment

বৃহস্পতিবার রাতে আচমকা মদন মিত্রের শারীরিক পরিস্থিতির বেশ খানিকটা অবনতি হয়। এমনকী জ্ঞান হারিয়ে ফেলেন কামারহাটির বিধায়ক। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ভীষণভাবে কমে গিয়েছিল। তাঁকে সিপিআর দিতে হয়েছে। সূত্রের খবর, সিপিআর দিতে গিয়ে মদন মিত্রের হাড় সরে যায়। তারপরেই চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! ১২ ডিসেম্বর কাদের অ্যাকাউন্টে কড়কড়ে ৫ হাজার?

সোমবার সেই অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্রকে দেখতে গত কয়েকদিন ধরে অনেকে হাসপাতালে ছুটে গিয়েছেন। রবিবার কামারহাটির তৃণমূল বিধায়ককে দেখতে গিয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

tmc West Bengal Madan Mitra SSKM
Advertisment