Madan Mitra: আরজি কাণ্ডে দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঝড়। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে আন্দোলন জারি রেখেছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ক্রমশ জোরালো হয়েছে। এর মাঝেই দলের অন্দরে অন্তর্ঘাতের তত্ত্ব খাঁড়া করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
একটি সর্বভারতীয় বাংলা সংবাদ চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, "জনজাগরণকে হালকা ভাবে নিলে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যা মেটানোর চেষ্টা করে চলেছেন। কিন্তু দলের অন্দরে অনেকে ভাবছেন এই বোধ হয় মমতার কোন বিপদ এসেছে একটা ছোবল মারি! আসলে মমতা একাধিপত্য সহ্য করতে পারছে না অনেকেই। বাম-বিজেপির সঙ্গে মিছিলে তৃণমূলের একটা অংশও সামিল হয়েছেন। রামায়নে একটা বিভীষণ ছিল কিন্তু এখানে অনেক বিভীষণ" ।
কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, দলের অন্দরে মমতার একাধিপত্য, দেশের সর্বত্র যেভাবে মমতার জনপ্রিয়তা বাড়ছে, সেটাও অনেকের সহ্য হচ্ছে না। আমি একটা ট্যুইট করি না। করলে তা ডিলিট করি না। মমতার পপুলারিটিতে দলের অনেকেরই ইর্ষা হচ্ছে, তারা এখন ঘোলা জলে মাছে ধরার চেষ্টা করছে। ডাক্তারদের আন্দোলন অবশ্যই যুক্তিসঙ্গত। একদিকে শাসকের সঙ্গে থেকে পাওয়ারটা এনজয় করছে। অন্যদিকে রাতের অন্ধকারে বিরোধীদের সঙ্গে যোগসাজশ রেখে চলছে দলের কেউ কেউ। "শীঘ্রই এই বিভীষণদের শনাক্তকরণের কাজ হয়ে যাবে। ফাইল রেডি হচ্ছে।"
আরও পড়ুন - < Kaun Banega Crorepati : হটসিটে বসে তুলে ধরেন পরিবারের দুর্দশা, আবেগতাড়িত অমিতাভ, দিলেন বিরাট প্রত্যাশা >
এদিকে আরজি কর কাণ্ডে আজ প্রতিবাদে নেমেছেন তথ্য প্রযুক্তির কর্মীরা। ইকো স্পেস থেকে বিশ্ববাংলা গেট পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল। শেষে জাতীয় সংগীত গেয়ে শেষ হয় এদিনের বিক্ষোভ আন্দোলন। অন্যদিকে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করেন জুনিয়ার চিকিৎসকরা। সেখানে গিয়েও কোন সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁদের। পাশাপাশি আরজি কর কাণ্ডে অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা।