Advertisment

'ওটা হিন্দু ধর্মের রামমন্দির নয়'…লেবুতলা পার্কের পুজো নিয়ে মদন যা বললেন…

অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করেছে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যার পুজা কমিটি।

author-image
IE Bangla Web Desk
New Update
madan mitra is upset with a section of the tmc

মদন মিত্র।

প্রতি বছরই সাম্প্রতিক সময়ের নানা বিষয় নিয়ে দুর্গাপুজোর থিম করে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যার পুজো কমিটি। এপুজোর প্রধান পৃষ্ঠপোষক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এখানে এবার অযোধ্যার রামন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছিল। এবছর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যার বা লেবুতলা পার্কের দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতা সজল ঘোষের পুজো নিয়ে এবার সংবাদমাধ্যমে বোমা ফাটালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

Advertisment

কী বললেন মদন মিত্র?

এবিপি আনন্দকে দেওয়া সক্ষাৎকারে মদন মিত্র বলেন, "ধর্মের নামে অসভ্যতা করবেন না। পুজোর সময় রাজনীতি করবেন না। রামের পূজারী আমরা সবাই। আমরা সেই রামকে পুজো করি যে রাম অকালবোধন করেছিলেন। যে রাম কখনও তাঁকে নিয়ে গান বাঁধতে দেননি। রামকে নিয়ে রাজনীতি নয়। রাম হচ্ছেন পুরোষোত্তম।''

তিনি আরও বলেন, "লেবুতলা প্রতিবছরই ভালো পুজো করে। কিন্তু তবে রাম যে শুধু লেবুতলায় রয়েছেন এটা প্রামণ করে অমিত শাহ এটাও প্রমাণ করে গেলেন তাহলে ওদের হাতে পড়ে রাম আর বাংলার সর্বত্র নেই। রাম তো তা নয়। রাম তো অবতার। রাম সব জায়গায় রয়েছেন। অমিত শাহ প্রমাণ করলেন তাঁর ফ্লাইটে আসা শুধুমাত্র লেবুতলার রামনন্দিরের জন্যই। অর্থাৎ বিজেপির রামমন্দিরে। ওটা হিন্দুধর্মের রামন্দির নয়।"

আরও পড়ুন- মণ্ডপ-উদ্বোধন, সঙ্গে স্লোগান, ২০২৪-এর আগে বড় মহড়া গেরুয়া শিবিরের

উল্লেখ্য, এবছর অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করেছে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যার পুজা কমিটি। মহালয়ার দিন কয়েক পর থেকেই কলকাতার এই পুজো মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। তারপর ষষ্ঠী থেকে কলকাতার প্রখ্যাত এই পুজো মণ্ডপে হাজার-হাজার মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। ঠাকুর দেখার ভিড়ের ক্ষেত্রে এবছর সন্তোষ মিত্র স্কোয়্যার অনেক রেকর্ডই ভেঙে চুরমার করে দিয়েছে।

Sajal Ghosh West Bengal Madan Mitra Ram Mandir Santosh Mitra Sqaure
Advertisment