Advertisment

'নির্দোষকে ফাঁসানোর চেষ্টা হলে আগুন জ্বলবে', বিজেপিকে চরম হুঁশিয়ারি মদনের

কামারহাটিতে বিজয়া সম্মলিনীর অনুষ্ঠানে যোগ দিয়ে গেরুয়া শিবিরকে চরম হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের।

author-image
IE Bangla Web Desk
New Update
madan mitra slams bjp regarding ed and cbi initiative against tmc

মদন মিত্র। (ফাইল ছবি)

'যে দোষী তাঁকে ধরুন, কিন্তু নির্দোষ যেন শাস্তি না পায়। নির্দোষকে ফাঁসানোর চেষ্টা হলে আগুন জ্বলবে।' কামারহাটিতে বিজয়া সম্মলিনীর অনুষ্ঠানে যোগ দিয়ে চরম হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এমনকী রাজ্য সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী।

Advertisment

আবারও মদন মিত্রের নিশানায় গেরুয়া শিবির। রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। ইতিমধ্যেই এসএসসি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে গারদের পিছনে দিন কাটাচ্ছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। প্রাইমারি টেট দুর্নীতি মামলাতেও দিন কয়েক আগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বিধায়ক তথা অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। রাজ্যের একাধিক দুর্নীতিতে সিবিআই ও ইডির স্ক্যানারে রয়েছেন শাসকদলের আরও নেতারা।

আরও পড়ুন- একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, বিকেলেই পৌঁছবেন বাগডোগরায়

ঠিক এই আবহেই এবার বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কেন্দ্রের শাসকদল বিজেপির অঙ্গুলিহেলনে চলেই কাজ করছে ইডি ও সিবিআই, এমনই অভিযোগ মদনের। তিনি বলেন, ''যাকে পারেন ধরুন। কিন্তু আপনারা যদি মনে করেন ভয় দেখানোর জন্য এজেন্সি পাঠিয়ে-পাঠিয়ে ফাঁকা করে দেব, তাহলে ফাঁকা করতে পারবেন না। আমার কাছে নির্দিষ্ট করে খবর আছে, ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতার অপব্যবহার চূড়ান্ত মাত্রায় চলবে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।''

এরপরেই তাঁর হুঁশিয়ারি, ''যে দোষী তাঁকে ধরুন, কিন্তু নির্দোষ যেন শাস্তি না পায়। নির্দোষকে ফাঁসানোর চেষ্টা হলে আগুন জ্বলবে। যে আগুন জ্বলবে তা যমুনার জল দিয়ে নেভানো যাবে না।''

মদন মিত্রের এই হুঁশিয়ারি নিয়ে পাল্টা তাঁকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, ''উনি বোধ হয় জ্যোতিষ চর্চা করছেন। কীসের ষড়যন্ত্র? উনি কত আগুন জ্বালিয়েছেন তা মানুষ দেখেছেন। এক বছর জেলের ভাত খেয়েছেন। এখনও শখ মেটেনি? আপনাদের লোক খুঁজছে রাস্তাঘাটে।''

Madan Mitra cbi ED bjp tmc
Advertisment