Advertisment

Madan-Soham: 'ক্ষমতা পেলে মাথা ঘুরে যায়', সোহমকে তীব্র কটাক্ষ মদনের, শেখালেন সৌজন্যের রাজনীতি

Madan Mitra Slams Soham Chakraborty: রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় এবার অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীকে একহাত নিলেন আরেক বিধায়ক মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক সোহমের তীব্র নিন্দা করলেন। শুধু তাই নয়, দাবি করলেন, ক্ষমতা হাতে পেয়ে মাথা ঘুরে গিয়েছে সোহমের। বলেছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও কখনও তাঁকে এসব করতে হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Madan Mitra, Soham Chakraborty, TMC

মদন মিত্র এবং সোহম চক্রবর্তী

Madan Mitra Slams Soham Chakraborty: রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় এবার অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীকে একহাত নিলেন আরেক বিধায়ক মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক সোহমের তীব্র নিন্দা করলেন। শুধু তাই নয়, দাবি করলেন, ক্ষমতা হাতে পেয়ে মাথা ঘুরে গিয়েছে সোহমের। বলেছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও কখনও তাঁকে এসব করতে হয়নি।

Advertisment

নিউটাউনের এক রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় কয়েকদিন ধরে শিরোনামে চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা দাবি করেছেন, বিজেপি কর্মীদের মারধর করতে লোক ভাড়া করেছিলেন নাকি সোহম। এমনকী নিজের আপ্ত সহায়ককে দিয়েও নাকি একাধিক অপরাধমূলক কাজকর্ম করান সোহম।

এবার সেই সুরেই সোহমকে বিঁধেছেন মদন। তাঁর বক্তব্য, 'অভিষেকের মতো বাচ্চা ছেলে বিপুল ভোটে জেতার পরও নম্র, বিনয়ী হতে বলছে। আর আমাদের একটু ক্ষমতা পেলেই মাথা খারাপ হয়ে যায়। রাজনীতিতে যখন হাতে ক্ষমতা আসে, যখন বোঝা যায় মানুষ গুরুত্ব দিচ্ছে, কথা শুনছে তখনই মারো, ধরো নীতি চলে আসে। ও যেটা করেছে, অন্যায় করেছে।'

আরও পড়ুন Soham Chakraborty: সোহমের ক্ষমা প্রার্থনাতেও চিঁড়ে ভিজল না, অভিনেতা-বিধায়কের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ

মদন আরও বলেছেন, 'সোহম ক্ষমা চেয়েছে। আমি বলছি, শুধরে যাও। ভবিষ্যতে যেন এমন আর না হয়। আমরাও জীবনে অনেক ভুল করেছি। ভুল শুধরে নেওয়াটাই আসল মহত্ম্য। কিন্তু বার বার ভুল করলে মানুষ ক্ষমা করে না। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমি তীব্র নিন্দা করছি। ২০২৬ সালে মমতা বন্দ্য়োপাধ্যায় যেখানে সোনার বাংলা গড়তে চাইছেন, সেখানে এসব বেরোতে শুরু করলে, মানুষ যদি দেখেন তৃণমূল এসব করছে। আমরা কিন্তু এসব করিনি।'

Soham Chakraborty West Bengal Madan Mitra tmc
Advertisment