Advertisment

সুযোগ পেলে কাদের চাকরি দেবেন, বেফাঁস মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন মদন

ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য করেছেন মদন মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
from being absent in assembly madan mitra will go to qatar to see fifa football world cup

মদন মিত্র।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন বাংলা তোলপাড় তখনই বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisment

তার মধ্যেই বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়কের। তাঁর দাবি, সিপিএম কয়েক কোটি বেকার রেখে চলে গেছে। তৃণমূলের লোকজন সিপিএম-এর আমলে চাকরি পাননি। তাই আগামী দিনেও পারলে তৃণমূল কর্মীদের চাকরি দেবেন মদন।

ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য করেছেন মদন মিত্র। তিনি বলেন, "আমাদের বহু ছেলে সিপিএম-এর ৩৪ বছরে চাকরি পায়নি। কয়েক কোটি বেকার রেখে সিপিএম রেখে চলে গিয়েছিল। বেকার কি চিরকাল থাকবে? নিয়ম-নীতি মেনে, নির্দিষ্ট প্রক্রিয়ায়, যোগ্যতমদের বঞ্চিত না করে যদি তৃণমূল কর্মীদের চাকরি দেওয়া হয়, সেটা অন্যায় নয়।"

আরও পড়ুন শুধু প্রাথমিকের নিয়োগ দুর্নীতির অঙ্কই ১০০ কোটি! আদালতে বিস্ফোরক দাবি করল ED

শুধু তাই নয়, তিনি আরও বলেন, "২০০২ থেকে ৩৪ বছর ধরে সিপিএম দিয়ে এসেছে। দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে। আর তৃণমূলের কর্মীরা চাকরি পাবেন না। আমি সুযোগ পেলে আবার তৃণমূল কর্মীদের চাকরি দেব।"

মদনের মন্তব্যের জেরে শোরগোল হয়েছে। সিপিএম নেতা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "টাকা দিয়ে চাকরি পাওয়া কি নিয়োগ? লাজ-লজ্জা থাকলে মাথা নীচু করে, কাপড়ে মুখ ঢেকে রাখা উচিত ছিল। আসলে দলে ক্ষমতা প্রমাণ করছে।"

sujan chakraborty West Bengal Madan Mitra WB SSC Scam tmc
Advertisment