Advertisment

মদনের 'ভাঁড়ামো', চটে-লাল স্পিকার, মিডিয়াকেও একহাত বিমানের

তাঁর মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। এমনকী তৃণমূলের একাধিক নেতা নিন্দা করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
madan mitra suvendu adhikary dilip ghosh tarpon speaker biman banerjee condemns

মদন মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়

মহালয়ার দিন মদন মিত্রের আচরণ ঘিরে বিতর্ক হয়েছে। তাঁর মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। এমনকী তৃণমূলের একাধিক নেতা নিন্দা করেছিলেন। এবার কামারহাটির বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisment

রবিবার বাবুঘাটে তর্পণ সারেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। ধুতি-উড়নি গায়ে, চোখে কালো সানগ্লাস পরে তর্পণ সারতে দেখা যায় তৃণমূল বিধায়ককে। সেখানেই দেখা যায়, গঙ্গার ঘাটের একধারে রয়েছে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবি। দুই বিজেপি নেতার ছবিতেই সাদা মালা পরানো ছিল। এরপর মদনবাবু নিজেই শুভেন্দু ও দিলীপের ছবিতে মালা পরান। মন্ত্রও উচ্চারণ করেন। তারপরই বিজেপির উদ্দেশে তর্পণ সারেন মদন মিত্র। বিজেপির বিদায় কামনা করেই তাঁর এই তর্পণ বলে জানান কামারহাটির তৃণমূল বিধায়ক।
যা নিয়েই সমালোচনার ঝড় বয়ে যায়।

সোমবার মদম মিত্রে তর্পণ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'এগুলো ভাল দৃষ্টান্ত নয়। আসলে মিডিয়ার সামনে পাবলিসিটি পাওয়ার জন্যই এসব করা হচ্ছে। এসব না করলেও মদন মিত্র মদন মিত্রই থাকবেন। যাঁরা বিধায়ক তাঁরা নিজের ক্ষেত্রে কাজ করবেন।'

পাশাপাশি, সাংবাদিকদের উদ্দেশ্য স্পিকারের কটাক্ষ, 'এই পাবলিসিটি দিয়েছেন আপনারা। আমি আর কী বলব?'

tmc dilip ghosh Madan Mitra Suvendu Adhikari Biman Banerjee
Advertisment