মদন মিত্রের শারীরিক পরিস্থিতির আচমকা অবনতিতে উদ্বেগ। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার রাতে হঠাৎই শ্বাসকষ্ট বাড়তে থাকে মদন মিত্রের। দ্রুত তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তৃণমূল নেতা।
নিউমোনিয়ায় ভুগছেন মদন মিত্র। শারীরিক সমস্যা বাড়তে থাকায় গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল বিধায়ক। উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। দিন কয়েক চিকিৎসকদের পর্যবেক্ষণে ভালোই ছিলেন তিনি। তবে বৃহস্পতিবার রাতে আচমকা মদন মিত্রের শারীরিক পরিস্থিতির বেশ খানিকটা অবনতি হয়। এমনকী জ্ঞান হারিয়ে ফেলেন কামারহাটির বিধায়ক। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ভীষণভাবে কমে গিয়েছিল।
আরও পড়ুন- Premium: বারুইপুরের অহঙ্কার পেয়ারা! হাজার-হাজার পরিবারের আয়ের দিশা এই চাষে
চিকিৎসকরা আর কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে আইসিইউ-তে পাঠানোর বন্দোবস্ত করেন। মদন মিত্রের শরীরে অক্সিজেনের সমতা বজায় রাখার চেষ্টা চলছে। তৃণমূল বিধায়কের শ্বাসকষ্টজনিত সমস্যা কমাতে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন- আজ সকালেই ইডির নিয়ে যাওয়ার কথা ছিল, গতরাতেই কাকু গেলেন SSKM-এর ICCU-তে
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ্যাপ সাপোর্ট দেওয়ার পরে মদন মিত্রের শারারিক পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গিয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।