scorecardresearch

‘চড়াম-চড়াম’ অতীত, পঞ্চায়েতে এবার বিরোধীদের জন্য ‘শিক-কাবাব’ রেডি রাখছেন মদন!

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার কার্যত বোমা ফাটালেন তৃণমূল নেতা মদন মিত্র।

madan mitra's speach makes controversy
মদন মিত্রের মন্তব্য তীব্র বিতর্ক তৈরি করেছে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার কার্যত বোমা ফাটালেন তৃণমূল নেতা মদন মিত্র। ‘পঞ্চায়েত ভোটের দিন আমাদের ছেলেরা শিক কাবাব তৈরি করবে। এক-দু’ঘণ্টায় ভোট শেষ হয়ে যাবে।’ কামারহাটির খাদ্য উৎসবে গিয়ে মদনের এমন মন্তব্যে হুলস্থূল পড়ে গিয়েছে। বিরোধীরা মদনের এমন মন্তব্যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। বিজেপি, সিপিএম, কংগ্রেস মদনের পঞ্চায়েত ভোট নিয়ে করা এই মন্তব্য ‘লাগামহীন সন্ত্রাসের’ আগাম-বার্তা হিসেবেই দেখছে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও রাজ্য রাজনীতি কিন্তু সরগরম। জেলায়-জেলায় নির্বাচনী প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী সব পক্ষ। এরই মাঝে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেনজির মন্তব্য করে ফের চর্চায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বুধবার কামারহাটি খাদ্য উৎসবে গিয়ে মদন যা বললেন তাতে পঞ্চায়েত ভোটে চূড়ান্ত হিংসার আশঙ্কা করতে শুরু করে দিয়েছে বিরোধীরা। অনেকেই মদন মিত্রের এই মন্তব্যের সঙ্গে অনুব্রত মণ্ডলের ‘চড়াম-চড়াম’, ‘গুড়-বাতাসা’ মন্তব্যেরও মিল খুঁজে পাচ্ছেন।

ঠিক কী বলেছেন মদন মিত্র?

মদন বলেন, ‘পঞ্চায়েত ভোটের দিন শিক-কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা। বিরোধীদের জন্যও থাকছে শিক-কাবাব। এক থেকে দু’ঘণ্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। ওদের গোলকিপার নেই, এমনতিতেই ৬-৭ গোল হয়ে যাবে। ভোটর দিন কাঁচা মাংস ঝলসে ঘি মাখন লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে কাবাব তৈরি হবে। কাবাব আর শিক দুটোই কাজে লাগবে।’ কামারহাটির খাদ্য উৎসবে গিয়ে মদন মিত্রের এমন মন্তব্যকে আসন্ন পঞ্চায়েত ভোটের সময়ে হিংসার ‘হুঁশিয়ারি’ হিসেবেই দেখছে বিরোধীরা।

আরও পড়ুন- বারে ‘সুন্দরী’র নাচ দেখে ‘পাগল’ তৃণমূল নেতা, ওড়ালেন গোছা-গোছা টাকা

বিজেপি নেতা সজল ঘোষ মদন মিত্রকে একহাত নিয়ে একটি সংবাদমাধ্যমে বলেন, ‘কোনও এক সকালে উঠে উনিও ১-২ ঘণ্টা সময় পাবেন না। জনগণ জেগে উঠলে শ্রীলঙ্কায় তো দেখেছেন রাজার প্রাসাদও লুঠ হয়েছে। মিলিটারিও ঠেকাতে পারেনি।’

মদন মিত্রের এহেন মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, ‘ঠাট্টার ছলে হিংসাকে প্রশ্রয় দেওয়া। মাংস ঝলসে কাবাব-শিক, তার সঙ্গে দু ঘণ্টার মধ্যে ভোট, এসব বলে উগ্র মনোভাবের পরিচয় দিচ্ছেন।’ অন্যদিকে, মদনের এহেন মন্তব্য নিয়ে কংগ্রস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি বলেন, ‘এটাই তৃণমূলের স্ট্র্যাটেজি। তৃণমূল নেতাদের এমন কথা বলিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে।’

আরও পড়ুন- কলকাতায় ফের উদ্ধার কাঁড়ি-কাঁড়ি টাকা, মোট অঙ্ক জানলে চোখ কপালে উঠবে!

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Madan mitras speach makes controversy542896