West Bengal Board Exam Result 2021: বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বাড়ানোর ঘোষণার সঙ্গে ইয়াসে বিপর্যস্তদের সরকারি সাহায্য। এমন একগুচ্ছ একাধিক ইস্যু সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকের মাঝেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে নবান্নের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘জুলাই মাসের মধ্যেই রেজাল্ট বেরোবে। কীভাবে মূল্যায়ন আগামিকাল ঘোষণা হবে। শিক্ষা দফতর থেকে বিস্তারিত আপনাদের জানানো হবে।‘ এদিকে, করোনা ভাইরাসের জেরে বাতিল হয়েছে সিবিএসই দ্বাদশের পরীক্ষা। কিন্তু পড়ুয়াদের মূল্যায়ণ না হলে আগামী দিনে তাঁদের ভবিষ্যৎ কী হবে এই চিন্তা তৈরি হয়েছিল দেশে। এদিন সুপ্রিম কোর্টে সিবিএসই বোর্ড জানায় যে নবম, দশম ও একাদশ শ্রেণির রেজাল্টের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করবে তাঁরা।
দশম শ্রেণির তিরিশ শতাংশ, একাদশ শ্রেণির ৩০ শতাংশ। আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির নম্বর নিয়ে ফল প্রকাশ করা হবে। তবে ইউনিট টেস্ট, প্র্যাকটিকাল পরীক্ষার ফলও নজরে থাকবে বলেই দেশের শীর্ষ আদালতকে জানান হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হবে, এমনটাই জানান হয়েছে।
CBSE told the Supreme Court that the Class XII results will be decided on the basis of performance in Class 10 (30% weightage), Class 11 (30% weightage) & Class 12 (40% weightage). https://t.co/EYCaCWZpi4— ANI (@ANI) June 17, 2021
সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে এর আগে ১৩ সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছিল। এর আগে পরীক্ষা বাতিল করে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছিল সুপ্রিম কোর্টও
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন