Advertisment

Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষার্থীরা এখবর আগে জানুন! তাঁদেরই সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ

Madhyamik Examination: আর দিন কয়েক পরেই শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। সকাল ৯.৪৫ মিনিটে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, শেষ বেলা ১টায়। আগামী ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। অন্যদিকে, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হবে আগামী ২৯ ফেব্রুয়ারি।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhyamik 2024, special arrangement for jalpaiguri forest area candidates, মাধ্যমিক ২০২৪, জলপাইগুড়ির জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বন্দোবস্ত।

Madhyamik 2024: আর দিন কয়েক পরেই শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। প্রতি বছরেই মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) দিনগুলিতে রাস্তাঘাটে বিশেষ নজরদারি চালায় প্রশাসন। এবারও তার অন্যথা হচ্ছে না। এবছর উত্তরবঙ্গের (North Bengal) জঙ্গল লাগোয়া এলাকার রাস্তাগুলিতে প্রশাসন তথা বনদফতরের তরফে বিশেষ নজরদারির বন্দোবস্ত থাকছে। গত বছর জলপাইগুড়িতেই (Jalpaiguri) জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির (Elephant) হানায় মৃত্যু হয় এক পরীক্ষার্থীর। মর্মান্তিক সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এবছর চূড়ান্ত তৎপরতা নিচ্ছে বনদফতর (Foerst Department)।

Advertisment

গত বছর জলপাইগুড়ির বৈকণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় দলছুট এক দাঁতাল হামলা চালায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর উপর। হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের। জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের মধ্যে তুমুল আতঙ্ক তৈরি হয় এই ঘটনার পর থেকে। গত বছরের সেই দুঃসহ স্মৃতি আজও টাটকা উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের মনের মধ্যে।

আরও পড়ুন- Madhyamik Examination: এবছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট আপডেট, শিক্ষক-শিক্ষিকারা এখবর আগে জানুন!

ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। এবার বনদফতরের তরফে জঙ্গল লাগোয়া সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বনদফতর সূত্রে আরও জানা গিয়েছে, জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ বাসে তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন- Supreme Court: দুই বিচারপতির সংঘাত: মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলায় নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের

এছাড়াও পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে একগুচ্ছ পদক্ষেপ করছে প্রশাসন। রাস্তায় পর্যাপ্ত সংখ্যায় যাতে গাড়ি থাকে সেই তৎপরতাও নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের জন্য এমন বন্দোবস্তে স্বভাবতই খুশি পরীক্ষার্থী থেকে শুরু করে তাঁদের অভিভাবকরা।

madhyamik exam Jalpaiguri West Bengal
Advertisment