Advertisment

CPIM: দলের সর্বক্ষণের কর্মীর ছেলে 'লেনিন' মাধ্যমিকে তৃতীয়, বড় ঘোষণা সিপিআইএমের

West Bengal Madhyamik 2024 Result: অনেকটা কাকতালীয়? নাকি আবেগ থেকেই ছেলের নামের সঙ্গে জুড়েছেন লেনিন? আগাগোড়া বামপন্থী পরিবারে বড় হয়ে উঠছেন উদয়ন ওরফে লেনিন। মেধাবী এই ছাত্রে বাবাও সিপিএমের হোলটাইমার।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhyamik 2024 third position holder Udayan Prasads higher education expenses borne by CPIM announced , মাধ্যমিক ২০২৪ তৃতীয় স্থানাধিকারী উদয়ন প্রসাদ ওরফে লেনিনের উচ্চ শিক্ষার ব্যয়ভার বহনের ঘোষণা করল সিপিআইএম

West Bengal: বাঁদিকে এবারের মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী উদয়ন প্রসাদ।

Big Announcement Of CPIM: এবার মাধ্যমিকের মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে অর্জন করেছে ৩ জন। তার মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ। তাঁরও স্বপ্ন চিকিৎসা হওয়ার। পড়াশোনার সঙ্গেই সামাজিক বিভিন্ন বিষয়ে বেশ সচেতন মধ্যবিত্ত পরিবারের সন্তান উদয়ন।

Advertisment

মধ্যবিত্ত পরিবার থেকে ডাক্তারি পড়ার স্বপ্ন বাস্তব করা খুব সহজ নয়। তবে বাবা-মা অনবরত উৎসাহ জুগিয়ে চলেছেন। পাড়ার আদর করে 'লেনিন' নামে ডাকে মেধাবী উদয়নকে। সেই সেনিনের স্বপ্নই বৃথা হোক চান না কেউ।

অনেকটা কাকতালীয়? নাকি আবেগ থেকেই ছেলের নামের সঙ্গে জুড়েছেন লেনিন? আগাগোড়া বামপন্থী পরিবারে বড় হয়ে উঠছেন উদয়ন ওরফে লেনিন। মেধাবী এই ছাত্রে বাবাও সিপিএমের হোলটাইমার।

উদয়নের মা সংসার সামলান। পরিবারে আর্থিক টানাপোড়েন আছে , কিন্তু উদয়নের পড়াশোনায় এখনও তার প্রভাব খুব একটা পড়েনি। প্রত্যেক বাবা-মায়ের মতোই ছেলের স্বপ্ন স্বার্থক করতে চান তাঁরা। উদয়নের স্বপ্ন সফল করতে হাত বাড়াল সিপিআইএম। উদয়নের পড়াশোনার ভার নিল পার্টি।

আরও পড়ুন- Dev: বরাতজোরে বাঁচলেন দেব! তৃণমূলের তারকা প্রার্থীর চোখে-মুখে আতঙ্ক, কী এমন হল?

দক্ষিণ দিনাজপুর জেলা সিপিআইএম জেলা কার্যালয়ে শুক্রবার যান উদয়ন। সঙ্গে ছিলেন দলের সারাক্ষণের কর্মী উদয়নের বাবা উমেশ প্রসাদ। সেখানেই মাধ্যমিকের রাজ্যে তৃতীয় স্থানাধিকারী উদয়ন প্রসাদকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে করা হয় এক বড় ঘোষণা।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নির্দেশে জেলা সিপিআইএম নেতৃত্ব উদয়ন প্রসাদের আগামী দিনের উচ্চশিক্ষার সমস্ত আর্থিকভার গ্রহণ করার কথা ঘোষণা করে।

এই ঘোষণায় খুশির হাওয়া প্রসাদ পরিবারে। উদয়ন এবং তার বাবা পিতা উমেশ প্রসাদ উচ্ছ্বসিত। জানালেন, তার একার পক্ষে ছেলের ডাক্তারি পড়ার স্বপ্ন সফল করা সম্ভব হয়ে উঠত না যদি না দল পাশে দাঁড়াত!

এদিকে জেলার ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারও। রেজাল্ট বের হওয়ার পরই উদয়নকে ফোন করে কথা বলেছিলেন তিনি। ভোট মিটলে উদয়নের বাড়ি গিয়ে দেখা করারও আশ্বাস দিয়েছেন সুকান্তবাবু। উৎসাহ দিয়েছেন এই কৃতীর আগামীর স্বপ্ন সফলের।

CPIM Madhyamik Result 2024 madhyamik result
Advertisment