আগামিকাল থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। করোনার জেরে দু'বছর পর সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পীরক্ষার্থীদের কোভিড-বিধি মেনে পীরক্ষায় বসতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে পারস্পরিক দূরত্ব-বিধি মেনে পড়ুয়াদের বসানোর বন্দোবস্ত থাকছে। এরই পাশাপাশি পরীক্ষা চলাকালীন কোনও পড়ুয়া অসুস্থ হলে তার জন্য আইসোলেশন রুমেরও ব্যবস্থা রাখা হচ্ছে।
করোনার আঁধার পেরিয়ে সুস্থ হচ্ছে দেশ। রাজ্যে-রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই খুলে গিয়েছে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এরাজ্যেও পুরোদমে চালু হয়ে গিয়েছে স্কুল, কলেজ। দু'বছর পর এবার স্কুলে গিয়েই মাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা। আগামিকাল থেকে শুরু পরীক্ষা। দেশজুড়ে করোনা বিপজ্জনক আকার নেওয়ায় ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি।
আরও পড়ুন- বিবাহ বার্ষিকীতে স্বামীর উপহার, চাঁদের জমির ‘মালিক’ এখন বাঙালি বধূ
আগামিকাল সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু মাধ্যমিক পরীক্ষা। চলবে দুপুর ৩টে পর্যন্ত। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, গতবারের চেয়ে এবার একধাক্কায় ৫০ হাজার পড়ুয়া বেড়ে গিয়েছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে নকল রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় একাধিক স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। পরীক্ষা চালাকালীন স্পর্শকাতর কেন্দ্রগুলির আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।