Advertisment

Madhyamik Exam 2024: মাধ্যমিকের পরীক্ষা শেষের আগেই ভাইরাল প্রশ্ন! কোন ফাঁদে জালে দোষীরা-কী শাস্তি?

Madhyamik Bengali Question Paper Viral: শুক্রবার থেকে শুরু হওয়া এবারের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত। ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhyamik Exam 2024 bengali question paper viral malda two candidates examination cancelled , কিউআর কোডের মাধ্যমে মাধ্যমিকের বাংলার প্রশ্ন ফাঁসের দুই অপরাধীদের চিহ্নিত করল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিকের প্রথম পরীক্ষা শেষের পর জটলা। ছবি- শশী ঘোষ

Bengali Exam In Madhyamik 2024: শুক্রবার ছিল এবারের মাধ্যমিকের প্রথম দিন। প্রথম দিনে ছিল প্রথম ভাষার পরীক্ষা। নজরে পড়ে, বাংলা পরীক্ষার শুরু কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া আসল প্রশ্নপত্রের সঙ্গে সেই ভাইরাল প্রশ্নপত্র মেলানো হয়। দেখা যায় একেবারে প্রশ্ন হুবহু মিলে গিয়েছে। অর্থাৎ, আসল প্রশ্নপত্রের ছবিই তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে কেউ বা কারা। প্রশ্ন ওঠে পর্ষদের কড়াকড়ি ও প্রশাসনিক নিরাপত্তা নিয়ে।

Advertisment

কে বা কারা এই কাজ করেছে? পরীক্ষা শেষের এক ঘণ্টার মধ্যেই দোষীদের চিহ্নিত করে ফেলে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন নকলের অভিযোগে মালদহের দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হল বলে জানিয়েছে পর্ষদ। এছাড়া তাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশনও বাতিল ককরা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে কোনও পরীক্ষার্থী ঢুকতে পারে না, পরীক্ষার্থীদের তল্লাশি করার কথা শিক্ষক-শিক্ষিকাদেরও। সেই কাজেও ত্রুটি ছিল বলে মনে করা হচ্ছে। ফলে শাস্তির মুখে পড়তে হতে পারে সংশ্লিষ্ট শিক্ষকদেরও।

আরও পড়ুন- Justice Abhijit Ganguly: এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে ‘দক্ষিণেশ্বর-কালীঘাট’ প্রসঙ্গ! হঠাৎ কী হল?

মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গত কয়েক বছর ধরেই নানা অভিযোগ রয়েছে। এবার তাই সতর্ক পর্ষদ। প্রশ্নপত্র নকল বা ফাঁস ঠেকাতে প্রশ্নপত্রের পাশে কিউআর কোড ছেপেছে পর্ষদ। এর ফলে কেই ওই প্রশ্নপত্রের ছবি তুললে তা ধরা পড়ে যাবে। যেকোনও জায়গা থেকে প্রশ্নের ছবি তোলা হোলেই তা পর্ষদ তা জানে যাবে। এই নয়া প্রযুক্তির মাধ্যমেই মালদহের অভিযুক্ত দুই পরীক্ষার্থী ধরা পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত দুই পরীক্ষার্থী মালদহের ইংরেজবাজারের রায়গ্রাম হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। অভিযুক্তদের একজন মালদহের ইংরেজবাজারেরই নঘরিয়া হাইস্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থী। বাজেয়াপ্ত করা হয়েছে ওই পরীক্ষার্থীর ফোন। তদন্তে গিয়ে ওই পরীক্ষার্থীর ফোন বাজেয়াপ্ত করেন মালদহের মহকুমা শাসক। ঘটনা জানার পরেই প্রশাসনের তরফে স্কুলে তদন্তের জন্য পাঠানো হয় মালদহের মহকুমাশাসক পঙ্কজ তামাংকে। অভিযুক্তরা বাথরুমে গিয়ে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া এবারের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত। ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

madhyamik exam Madhyamik Exam 2024
Advertisment