/indian-express-bangla/media/media_files/2025/02/11/gJ7QLIQaVXxsKaKXaYpP.jpg)
স্কুলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, ১৬ হাজার না দেওয়ায় মাধ্যমিক দেওয়া হলনা তিন পড়ুয়ার Photograph: (উৎসব মন্ডল)
Madhyamik Exam 2025: অ্যাডমিট না আসায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসা হল না। গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক। তবে পরীক্ষার অ্যাডমিট আসেনি। এই কারণে বনগাঁর তিন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারল না। স্কুলের শিক্ষকদের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ ছাত্র ও অভিভাবকদের।
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রানিহাটি উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র শুভজিৎ খাঁ , দীপ মন্ডল এবং নিউ বনগাঁ গার্লস স্কুলের ছাত্রী সঞ্চিতা বিশ্বাস অ্যাডমিট কার্ড না আসার কারণে এবারের মাধ্যমিক পরীক্ষায় বসতেই পারল না । স্কুলের শিক্ষকদের গাফিলতির জন্যই তাদের একটা বছর নষ্ট হয়ে গেল বলো অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আসার পরে গত শুক্রবার স্কুলের তরফ থেকে এই দুই ছাত্রের পরিবারের কাছে ফোন করা হয়েছিল। অভিভাবকদের স্কুলে গিয়ে দেখা করবার জন্য বলা হয়েছিল।
অভিভাবকরা না যেতে পারলেও ছাত্ররা স্কুলে গিয়ে দেখা করে। তাদেরকে স্কুলের তরফ থেকে ১৬ হাজার টাকা করে দেওয়ার জন্য বলা হয়েছিল। পরবর্তীতে তাদের আধার কার্ড ও জন্মের শংসা পত্র নিয়ে দেখা করতে বলা হয় বলেই অভিযোগ। শনিবার অভিভাবকরা স্কুলে গেলেও তাদের অ্যাডমিট কার্ডের কোন ব্যবস্থা করা হয়নি স্কুলের তরফে। অভিভাবকদের সাফ জানিয়ে দেওয়া হয় এবছর আর তারা কোনভাবেই পরীক্ষা দিতে পারবে না।
শিক্ষার্থীদের অভিযোগ তারা টেস্ট পরীক্ষায় পাশ করবার পরে অ্যাডমিটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র স্কুলে জমা দিয়েছিল। কী কারণে অ্যাডমিট এলোনা তারা তা জানে না। স্কুলের শিক্ষকের গাফিলতির অভিযোগ তুলেছে তারা । যদিও নিউ বনগাঁ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা সোমা সরকার বলেন, ' বোর্ডের গাফিলতির কারণে একটি মেয়ে পরীক্ষা দিতে পারল না। মধ্যশিক্ষা পর্ষদের অসহযোগিতার কারণেই অ্যাডমিট আসেনি বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন রানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার দাবি শিক্ষকদের গাফিলতির কথাটা স্বীকার করতে পারছি না। কারন আমরা অ্যাডমিট না আসার পরেই দপ্তরে যোগাযোগ করেছিলাম। অভিভাবকদেরকে শুক্রবার স্কুলে আসতে বলেছিলাম। ওটিপি না আসার কারণে আমরা ওদের আবেদন জমা করতে পারিনি। স্কুলের তরফ থেকে টাকা চাওয়া প্রসঙ্গ পুরোপুরি অস্বীকার করেছেন।