প্রশাসনের শত প্রচেষ্টা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষায় বিভ্রাট যেন কাটছেই না। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ভিডিও করে এবার টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা হল এক পরীক্ষার্থীকে। মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র টিকটকে ছড়ানোর অভিযোগে বুধবার দুপুরে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে মালদার রতুয়া থানার পুলিশ। এত কড়াকড়ি সত্ত্বেও কীভাবে একজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, মালদার চাঁচোলের রতুয়ার সামসি এলাকার বৈদ্যনাথপুর হাইস্কুল থেকে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাধ্যমিক পরীক্ষার্থীকে বৃহস্পতিবার মালদা জুভেনাইল কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ওই পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা শিক্ষা দফতর সূত্রের খবর।
আরও পড়ুন: শুরু মাধ্যমিক, জেনে নিন পরীক্ষার খুঁটিনাটি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ছাত্রের বাড়ি রতুয়া থানার বাহারাল এলাকায়। ওই পরীক্ষার্থী বাহারাল পিএলএস হাইস্কুলের ছাত্র। এ বছর ওই স্কুলের পরীক্ষাকেন্দ্র ছিল সামসি গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর হাইস্কুলে। পরীক্ষা শুরু হতেই অভিযুক্ত ছাত্র মোবাইল থেকে ইংরেজি প্রশ্নপত্রের ছবি তুলে টিকটকে পোস্ট করে বলে।
আরও পড়ুন: মমতার ‘নোংরা রাজনীতি’! ‘ভুবনেশ্বরে কেন তাপসকে দেখতে যাননি মুখ্যমন্ত্রী?’
এ ঘটনার কিছুক্ষণের মধ্যে ক্লাসরুমে ওই ছাত্রের কাছে হঠাৎ মোবাইল দেখেন শিক্ষাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনা জানা যায়। এরপরই খবর দেওয়া হয় রতুয়া থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত করে। পাশাপাশি ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওই ছাত্রকে গ্রেফতার করে নিয়ে যায় রতুয়া থানার পুলিশ। পরে ঘটনাস্থলে তদন্তে যান মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন