Advertisment

Madhyamik Examination: এবছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট আপডেট, শিক্ষক-শিক্ষিকারা এখবর আগে জানুন!

Madhyamik: মাধ্যমিক পরীক্ষার সময় এই বছর এগিয়ে আনা হয়েছে। তবে শুধু মাধ্যমিক পরীক্ষাই নয়, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে শহর কলকাতা-সহ জেলাগুলির স্কুলগুলিকে এব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের তথ্য দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal higher secondary examination 2024 candidate gets aadhaar deactivation notice

Exam: প্রতীকী ছবি।

Madhyamik Examination: এবছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) এগনোর কথা আগেই জানানো হয়েছে। পরীক্ষা এগনোর জেরে স্বাভাবিকভাবেই শিক্ষক-শিক্ষিকাদেরও পরীক্ষাকেন্দ্রগুলিতে আগে ঢুকতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টার মধ্যেই শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষাকেন্দ্রগুলিতে ঢুকতে হবে। ছাত্রছাত্রীরা তাঁদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রগুলিতে ঢুকতে পারবে সকালে সাড়ে ৮টার পর থেকে।

Advertisment

এই বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination 2024 ) সময়সূচিতে বদল আনা হয়েছে। নবান্নের (Nabanna) সঙ্গে বৈঠক করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তারপরেই মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার সময় এগনোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর সকাল ৯.৪৫ মিনিটে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২ ফেব্রুয়ারি থেকা মাধ্যমিক পরীক্ষা শুরু, শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা এগনোর জেরেই এবার শিক্ষক-শিক্ষিকাদেরও আগে আগে পরীক্ষাকেন্দ্রগুলিতে ঢুকতে হবে।

আরও পড়ুন- Bhangar-ISF-TMC: ভোটের মুখে ভাঙড়ে ‘বাম্পার-স্ট্রোক’ তৃণমূলের, দলে-দলে ISF কর্মীরা ভিড়লেন জোড়াফুলে

পরীক্ষাকেন্দ্র গুলিতে সকাল ৮টার পর শিক্ষক-শিক্ষিকারা ঢুকলে তা পর্ষদে জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। এবছর সকাল ৯.৪৫ নিনিট থেকে বেলা ১টা পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) সিট পড়লেও সেই স্কুলেই এবছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে।

আরও পড়ুন- TMC: ‘আগে খেতে পেত না, এখন দু-তিন তলা বাড়ি’, TMC বিধায়কের রোষে দলেরই কাউন্সিলররা

এবছর শুধু মাধ্যমিক পরীক্ষাই নয়, এগিয়ে আনা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিও। চলতি বছরে সকাল ৯.৪৫ মিনিটে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকের পরেই তারা পরীক্ষার সময় এগনো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এবছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৯ ফেব্রুয়ারি শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

madhyamik exam West Bengal TEACHERS
Advertisment