scorecardresearch

WBBSE Madhyamik Result 2023: মাধ্যমিকের ফলাফল প্রকাশ কবে? দিনক্ষণ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

West Bengal Madhyamik (10th) Result 2023 Date: ফলপ্রকাশের জন্য সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর।

wb madhyamik result 2023 | WBBSE 10th Result 2023 | West Bengal 10th Result
পশ্চিমবঙ্গ মাধ্যমিক (10 তম) ফলাফল 2023 তারিখ: মাধ্যমিকের ফলের দিন ঘোষণা।

WB Madhyamik Result 2023 Date: আগামী শুক্রবার (১৯ মে) মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। টুইটে ফল প্রকাশের দিন ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই দিন সকাল ১০টায় পর্ষদের সাংবাদিক বৈঠক, তারপর থেকে ফল ঘোষণা হবে।

পর্ষদের ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও মাধ্যমিকের ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ঠা মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে ফলপ্রকাশ করা হবে। সেই অনুযায়ী ১৯ মে ফল প্রকাশিত হতে চলেছে। চলতি বছরের মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য ১,১৫৩ জন প্রধান পরীক্ষক এবং ৪১ হাজার পরীক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল।

ফলপ্রকাশের জন্য সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। আগামী ১০ দিনের মধ্যেই চলতি বছরের মাধ্যমিকের ফল মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করতে পারে বলে মঙ্গলবারই ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাত লাখের কাছাকাছি। পুরষ পরীক্ষার্থীর তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশ ছিল।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Madhyamik result 2023 will release on 19 may