সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। কাঁপল উত্তরবঙ্গের কয়েকটি জেলা। বুধবার সকাল ৭.৫৪ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা-সহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়। মুর্শিদাবাদেও মৃদু কম্পন অনুভূত হয়।
জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল আসামের তেজপুর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভুপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে কেঁপে ওঠে। জানা গিয়েছে, আসামের তেজপুরে বেশ কয়েকটি জায়গায় বাড়িতে ফাটল দেখা দিয়েছ। আতঙ্কতি লোকজন রাস্তায় বেরিয়ে পড়েন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুটি ভূমিকম্প হয়েছে। কয়েক সেকেন্ডের জন্য কম্পন স্থায়ী হয়েছিল। দ্বিতীয় কম্পনের মাত্রা আরও বেশি বলে খবর। সকাল ৭.৫৪ থেকে ৭.৫৮ টার মধ্যে এই কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
বিস্তারিত আসছে...