Advertisment

Maha Kumbh 2025: মহা কুম্ভে পুণ্যলাভে গিয়েছিলেন, পদপিষ্টের ঘটনার পর থেকেই নিখোঁজ মালদার বৃদ্ধা

Maha Kumbh 2025 Stampede Case: ঘটনার পর কান্নায় ভেঙে পরেছে পরিবার। যদিও পরিবারের অভিযোগ সেখানকার প্রশাসন তাদের কোনও সহযোগিতা করছে না।

author-image
Madhumita Dey
New Update
Maha Kumbh 2025: মহা কুম্ভে শাহী স্নান করতে গিয়ে নিখোঁজ মালদহের ষাটোর্ধ্ব মহিলা

Maha Kumbh 2025: মহা কুম্ভে শাহী স্নান করতে গিয়ে নিখোঁজ মালদহের ষাটোর্ধ্ব মহিলা

Maha Kumbh 2025: মহা কুম্ভে শাহী স্নান করতে গিয়ে নিখোঁজ মালদহের ষাটোর্ধ্ব মহিলা। ঘটনার খবর মালদার উত্তর কৃষ্ণপল্লির বাড়িতে পৌঁছতে উদ্বিগ্ন পরিবার থেকে প্রতিবেশীরা। ইতিমধ্যে খবর পেয়ে প্রয়াগরাজে উদ্দ্যেশে রওনা হয়েছে পরিবারের সদস্যরা। 

Advertisment

জানা গিয়েছে, নিখোঁজ বৃদ্ধার নাম অনিতা ঘোষ (৬০)। বাড়ি মালদার ইংরেজবাজার থানার উত্তর কৃষ্ণপল্লি এলাকায়। মৌনী অমাবস্যা ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় অনেকের সঙ্গে তিনিও ছত্রভঙ্গ হয়ে যান। এরপর বৃদ্ধার সঙ্গে যে সমস্ত পরিবারের সদস্য ছিল তাঁদের থেকে ছিটকে যান। তারপর তাঁর খোঁজ শুরু করলে তাঁর পরনের চাদর পাওয়া যায় কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

বড় ছেলের স্ত্রী অষ্টমী ঘোষ জানান, সোমবার ভোরবেলায় আত্মীয় পরিজন নিয়ে কুড়ি জনের একটি দল গাড়ি ভাড়া করে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়। প্রত্যেকেই একে অপরের আত্মীয়। মঙ্গলবার শাহী স্নানের শুভসময় ছিল। সেই মতো গভীর রাত ১টার সময় স্নানের উদ্দ্যেশে নদীতে যান। এরপর মঙ্গলবার রাতে ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় ছত্রভঙ্গ হয়ে যান। দু'ঘণ্টা পর বাকিদেরকে পাওয়া গেলও এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না অনিতা ঘোষকে। উদ্বিগ্ন পরিবার। 

আরও পড়ুন 'আর্তনাদ এতই ভয়ঙ্কর, কেউই এগিয়ে আসার সাহস পায়নি', মহাকুম্ভে ত্রাতা ভারতীয় সেনা

Advertisment

বাকি যাঁরা গিয়েছিলেন তাঁরা খোঁজাখুঁজি করছেন ওই এলাকায়। হাসপাতাল গুলিতেও খবর নিচ্ছেন। ঘটনার পর কান্নায় ভেঙে পরেছে পরিবার। যদিও পরিবারের অভিযোগ সেখানকার প্রশাসন তাদের কোনও সহযোগিতা করছে না।

Shahi Snan Maha Kumbh 2025 Prayagraj Maha Kumbh Maha Kumbh Mela 2025
Advertisment