Advertisment

কোলাহলহীন মায়াবী পরিবেশ, উত্তরবঙ্গের এপ্রান্তের অকৃত্রিম সৌন্দর্য্য লজ্জায় ফেলবে সুন্দরী রমণীদেরও!

উত্তরবঙ্গের এই প্রান্তে কাটানো দিন কয়েকের অবসর বেড়ানোর সংজ্ঞাটাই বদলে দেবে।

author-image
Nilotpal Sil
New Update
Mahaldiram in Darjeeling is a perfect offbeat tourist spot

উত্তরবঙ্গের অসাধারণ এই এলাকায় বেড়ানোর ভরপুর স্বাদ নিন।

রোজের জীবনের চূড়ান্ত ব্যস্ততা থেকে দিন কয়েকের অবসর কে না চায়! কর্মক্ষেত্র থেকে টানা ছুটি হয়তো পেতে অনেকেরই সমস্যা হতে পারে, তবে চাইলে দিন চারেকের ছুটি ম্যানেজ করাই যায়। সেটা করতে পারলেই হল। বিশেষ এই প্রতিবেদনে অল্প ক'দিনের ছুটিতে বেড়ানোর সেরার সেরা ডেস্টিনেশনের খোঁজ মিলবে। আমাদের বিশেষ এই প্রতিবেদন আপনার মনকে নাড়া দিয়ে যাবে। পাহাড় কোলের এমন অফবিট ঠিকানার হদিশ সম্ভবত এর আগে আপনি পাননি। উত্তরবঙ্গের এই মায়াবী প্রান্তে কাটানো দিন কয়েকের অবসর বেড়ানোর সংজ্ঞাটাই বদলে দেবে। অফবিট এই ট্যুরিস্ট স্পটের কোলাহলমুক্ত পরিবেশে মাতাল হবে মন! এখানে কাটানো দিন কয়েকের অবসরে মন হবে সতেজ, স্বপ্ন হবে আরও রঙিন।

Advertisment

দার্জিলিঙের পাহাড় কোলে যেন ঘুমিয়ে রয়েছে প্রকৃতির অপরূপ শোভায় সজ্জিত ছোট্ট গ্রাম মাহালদিরাম বা মালদিরাম। দার্জিলিঙের পাহাড়ে অবস্থিত এই এলাকাটি যেন প্রকৃতির দেবী নিজে হাতে সাজিয়েছেন। এখানকার নৈস্বর্গিক পরিবেশে অদ্ভুত এক মাদকতা আছে। মেঘের খেলা, পাহাড় ঢালে চুঁইয়ে পড়া রোদের বাহার, পাশে বিস্তৃত চা বাগান সবই যেন মুঠোয় ভরা স্বপ্নের মতো। এককথায় এই এলাকার অসাধারণ পরিবেশই অন্যদের চেয়ে পাহাড়ি এই জনপদকে আলাদা করে রেখেছে। হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়, নিরিবিলি অপরূপ এই এলাকা সত্যিই অনবদ্য।

মাহালদিরামে কী দেখবেন?

এখানকার সুদৃশ্য হোম স্টে-গুলির বারান্দায় দাঁড়িয়ে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। মাহালদিরামের কাছেই রয়েছে চটকপুর, সিটং, মংপু-সহ বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পট। চাইলে এখান থেকেই একটি গাড়ি ভাড়া করে নিয়ে ঘুরে আসতে পারেন। তবে যাঁরা শুধুই এক জায়গায় বসে-ঘুরে সময় কাটাতে চান তাঁদের জন্য এই জায়গা একেবারে পারফেক্ট চয়েজ। শহুরে কোলাহল থেকে দিন কয়েকের ভরপুর আরাম-স্বস্তি নিতে চাইলে এতল্লাটের জুড়ি মেলা ভার।

আরও পড়ুন- কলকাতার খুব কাছে অপূর্ব এই সি বিচ, নিরিবিলি সাগরতটে লাল কাঁকড়ার লুকোচুরি

মাহালদিরামে যাবেন কীভাবে?

কলকাতার দিক থেকে ট্রেনে গেলে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে নামতে হবে। বিমানে গেলে নামতে হবে বাগডোগরায়। এনজেপি থেকে মাহালদিরাম বা মালদিরামের দূরত্ব মেরেকেটে ৬২ কিলোমিটারের মতো। গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন।

আরও পড়ুন- সৌন্দর্য্যে বাংলার এই পাহাড়ি গ্রাম ঘোল খাওয়াবে সিমলা-উটিকেও! এই শীতে ঘুরেই আসুন

মাহালদিরামে কোথায় থাকবেন?

থাকার জন্য এখানে একাধিক হোম স্টে পেয়ে যাবেন। থাকা-খাওয়া ধরে এখানে খরচ নেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে মাহালদিরামের কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর নীচে দেওয়া হল।

আরও পড়ুন- পাহাড় ঢালের এক চিলতে গ্রাম, সৌন্দর্য্যে বাংলার এপ্রান্ত ১০ গোল দেবে সিমলা-উটিকেও!

Maldiram Sonam Homestay- 9830011715

Mahaldiram Salamander Jungle Camp and Tea Garden Retreat- 9331610694

Mahaldiram Offbeat Darjeeling north bengal darjeeling West Bengal winter
Advertisment