Advertisment

Howrah Station: হাওড়া স্টেশনে রক্তারক্তি কাণ্ড! বিয়েতে রাজি না হওয়ায় দুই সন্তানের মাকে খুন মুম্বইয়ের প্রৌঢ়ের

Howrah Station: দিনে-দুপুরে হাওড়া স্টেশনে রক্তারক্তি কাণ্ড। তুমুল ব্যস্ততার মধ্যে স্টেশন চত্বরে রোমহর্ষক ঘটনা। আচমকা এক মহিলাকে ছুরি মারলেন এক ব্যক্তি। তার পর ভরা স্টেশনে ছুরি উঁচিয়ে ভয় দেখান ওই ব্যক্তি। তাঁকে ধরতে গেলে আতঙ্কের সৃষ্টি হয়। কোনওমতে তাঁকে পাকড়াও করা হয়। গোটা ঘটনায় হাওড়া স্টেশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আতঙ্কিত যাত্রীরাও।

author-image
IE Bangla Web Desk
New Update
Howrah Rail Station, RPF

Howrah: হাওড়া স্টেশন।

Murder at Howrah Station: দিনে-দুপুরে হাওড়া স্টেশনে রক্তারক্তি কাণ্ড। তুমুল ব্যস্ততার মধ্যে স্টেশন চত্বরে রোমহর্ষক ঘটনা। আচমকা এক মহিলাকে ছুরি মারলেন এক ব্যক্তি। তার পর ভরা স্টেশনে ছুরি উঁচিয়ে ভয় দেখান ওই ব্যক্তি। তাঁকে ধরতে গেলে আতঙ্কের সৃষ্টি হয়। কোনওমতে তাঁকে পাকড়াও করা হয়। গোটা ঘটনায় হাওড়া স্টেশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আতঙ্কিত যাত্রীরাও।

Advertisment

জানা গিয়েছে, বনগাঁর ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু এবং তাঁর স্ত্রী রিভু বিশ্বাস এবং তাঁদের ছেলেমেয়েদের নিয়ে এসেছিলেন হাওড়া স্টেশনে। তাঁদের সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা মুঙ্গেশ যাদব। তিনি তাঁদের পূর্ব পরিচিত ব্যক্তি। তাঁকে ট্রেনে তুলতেই হাওড়া স্টেশনে এসেছিলেন পিন্টু-রিভু।

পুলিশ সূত্রের খবর, হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের পাশে সবাই মিলে চা খাচ্ছিলেন। সেই সময়েই মাথা যন্ত্রণার কথা জানান মুঙ্গেশ যাদব। তাঁর জন্য পিন্টু বিশ্বাস মাথার যন্ত্রণার জন্য ওষুধ কিনতে বেরিয়ে যান। সেই সুযোগে হঠাৎ মুঙ্গেশ তাঁর ব্য়াগ থেকে ছুরি বের করে রিভু বিশ্বাসের উপর হামলা চালায়।

যন্ত্রণায় ছটফট করতে থাকেন রিভু। সেইসময় মহিলার চিৎকার শুনে ছুটে আসেন অন্য যাত্রী এবং আরপিএফ। মুঙ্গেশকে ধরতে গেলে তিনি ছুরি উঁচিয়ে ভয় দেখাতে শুরু করেন। পরে তাঁর হাত থেকে ছুরি পরে গেলে সবাই মিলে তাঁকে ধরে ফেলেন। মুঙ্গেশকে গ্রেফতার করেছে আরপিএফ এবং রক্তমাখা ছুরিও উদ্ধার হয়েছে। পরে তাঁকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় রিভুর।

আরও পড়ুন Rekha Patra: পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর আশঙ্কা! তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র, কিন্তু কেন?

কিন্তু কেন মহিলাকে ছুরি মারলেন মুঙ্গেশ? অভিযুক্তকে জেরা করে জানা গিয়েছে, পিন্টু ও রিভু বিশ্বাস, স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করতেন মুম্বইয়ের হোটেলে। সেই হোটেলেই রাঁধুনি ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা মুঙ্গেশ যাদব। তাঁর দাবি, রিভুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন দুই সন্তানের মা রিভু। ওই মহিলাকে তিনি প্রায় ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু, হঠাৎ বিয়েতে ‘না’ বলে দেন রিভু। আর সেই রাগেই তাঁকে হাওড়া স্টেশনের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছেন মুঙ্গেশ।

Howrah RPF Murder West Bengal
Advertisment