Advertisment

Rath Yatra 2024: রথযাত্রায় উৎসবের মেজাজ বাংলায়! 'জয় জগন্নাথ' ধ্বনিতে মুখরিত মাহেশ থেকে মহিষাদল

Rath Yatra 2024: রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে গোটা বাংলা জুড়েই উৎসবের মেজাজ। শহর থেকে জেলা, প্রাচীন রথযাত্রা উৎসবগুলিকে কেন্দ্র করে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে আট থেকে আশি। রথযাত্রার দিনে বহু জায়গায় দুর্গাপুজোর খুঁটিপুজোর আয়োজন। তা ঘিরেও আনন্দের বহর আরও বেড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mahesh mahishadal bishnupur iskcon ratha yatra 2024 celebration, রথযাত্রা ২০২৪

Rath Yatra 2024: রথযাত্রাকে কেন্দ্র করে বাংলাজুড়ে উৎসবের মেজাজ।

Rath Yatra 2024: আজ রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে বাংলা জুড়ে উৎসবের মেজাজ। বাংলার প্রাচীন ঐতিহ্যশালী রথযাত্রাকে কেন্দ্র করে অকৃত্রিম উন্মাদনার বহর তুঙ্গে। হুগলির মাহেশ থেকে শুরু করে কলকাতার ইসকন, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে শুরু করে বাঁকুড়ার বিষ্ণুপুর, 'জয় জগন্নাথ' ধ্বনিতে মুখরিত বাংলার আকাশ-বাতাস।

Advertisment

মাহেশের রথযাত্রা:

হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা এবছর ৬২৮ বছরে পা দিল। সকাল থেকে রথযাত্রাকে কেন্দ্র করে গোটা মাহেশ কাতারে কাতারে ভক্তদের ভিড়ে ঠাসা। 'জয় জগন্নাথ' ধ্বনিতে মুখরিত মাহেশের আকাশ-বাতাস। মাহেশের রথযাত্রা উৎসবের অন্যতম প্রধান বৈশিষ্ট হল বিগ্রহ। শুরু থেকেই একই বিগ্রহের পূজো হচ্ছে মাহেশে।

মহিষাদলের রথযাত্রা:

বাংলার সুপ্রাচীন রথযাত্রাগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর মহিষাদলের রথযাত্রা। আড়াইশো বছরের পুরনো এই রথযাত্রাকে ঘিরে উৎসবের মেজাজ গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। শোনা যায়, ১৭৭৬ সালে রানী জানকী দেবী মিলনমেলার উদ্দেশ্যে মহিষাদলে এই রথযাত্রা উৎসবের সূচনা করেছিলেন। মহিষাদলে এই রথযাত্রা উপলক্ষে এক মাস ব্যাপী মেলা বসে।

আরও পড়ুন- Jagannath Rath Yatra 2024: ৫৩ বছর পর বিরল যোগ, রথযাত্রায় বিরাট চমক, লাখো মানুষের জমায়েত জগন্নাথ ধামে

বিষ্ণুপুরের রথযাত্রা উৎসব:

রথযাত্রা ঘিরে রঙিন উৎসবের মেজাজ বাঁকুড়ার বিষ্ণুপুরেও। সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো মল্ল রাজাদের এই রথযাত্রার বিশেষ বৈশিষ্ট একটি বৈশিষ্ট আছে। এখানকার রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বদলে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। শতাব্দী প্রাচীন রীতি মেনে আজও মল্লভূমের বাসিন্দারা রথযাত্রা উৎসবে সামিল হন। রথের রশিতে টান দিলেন অগণিত ভক্ত।

আরও পড়ুন- Motivational Story: সবুজ বাঁচাতে এ এক অভূতপূর্ব পন্থা! মহতী উদ্যোগকে কুর্ণিশ পরিবেশপ্রেমীদের

Mahishadal Rath Yatra Mahesh Rath Yatra 2024
Advertisment