Suvendu Adhikari On Maheshtala: মহেশতলা কাণ্ডে বিধানসভা অচল করার হুমকি! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সোচ্চার শুভেন্দু

Suvendu Adhikari On Maheshtala: পুলিশের ওপর বেপরোয়াভাবে চলে হামলা। উন্মত্ত জনতাকে সামলাতে রীতিমতো নাজেহাল দশা হয় পুলিশকর্মীদের।

Suvendu Adhikari On Maheshtala: পুলিশের ওপর বেপরোয়াভাবে চলে হামলা। উন্মত্ত জনতাকে সামলাতে রীতিমতো নাজেহাল দশা হয় পুলিশকর্মীদের।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
suvendu mamata..

মহেশতলা কাণ্ডে বিধানসভা অচল করার হুমকি! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সোচ্চার শুভেন্দু

Suvendu Adhikari On Maheshtala: স্থানীয় একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল মহেশতলার রবীন্দ্রনগর থানা চত্বরে। পুলিশকে লক্ষ্য করে বেপরোয়াভাবে ইট বৃষ্টি শুরু করে দেয় উন্মত্ত জনতা। ক্ষুব্ধ জনতার ইটের ঘায়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। নাক ফেটে গল গল করে রক্ত ঝরতে দেখা গিয়েছে এক পুলিশকর্তার। আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। পরিস্থিতি সামলাতে পুলিশকে এদিন রীতিমতো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।এদিকে আজকের ঘটনার প্রেক্ষিপ্তে আগামীকাল বিধানসভা অচল করার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ডিজি-র সঙ্গে দেখা করতে চাইলেও এদিন বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করেন নি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।  

Advertisment

সোনমের সামনেই স্বামীকে খুন! পুলিশি জেরার হাড়হিম তথ্য প্রকাশ্যে, হানিমুন মার্ডারে বিস্ফোরক স্বীকারোক্তি

ভবানীভবনের সামনে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, " পুলিশ ফেল, মমতা ফেল। মহেশতলায় চরম নৈরাজ্যের ছবি ধরা পড়েছে"। ৩৫ জন পুলিশ কর্মী মার খেয়েছে। ১২টি পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিধানসভা অচল করার হুমকি শুভেন্দু অধিকারীর। মমতাকে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, এসি ঘরে বসে আছেন রাজ্য বাসীকে নিরাপত্তা দিতে ব্যার্থ মুখ্যমন্ত্রী। এদিনের ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানান। মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গ তুলে এনে শুভেন্দু অধিকারী বলেন,"সামশেরগঞ্জ ধুলিয়ানেযা হয়েছে আজ মহেশতলাতেও একই ঘটনা ঘটেছে"।  

সূত্রের খবরেই অতর্কিতে অভিযান, বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ, ভিনরাজ্যের বাসিন্দা-সহ ধৃত ২

Advertisment

আবারও পুলিশের উপর চড়াও উন্মত্ত জনতা। এবার ঘটনাস্থল মহেশতলার রবীন্দ্রনগর থানা চত্বর। সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জনা কয়েক পুলিশকর্মীর পক্ষে শ'দেড়েক উন্মত্ত জনতাকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। পুলিশকে লক্ষ্য করে বেপরোয়াভাবে ইট বৃষ্টি শুরু করে দেয় যুবকের দল। মাথায় ইট লেগে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। এক পুলিশকর্মীর নাক ফেটে রক্ত ঝরতেও দেখা গিয়েছে।

রবীন্দ্র নগর থানার সামনে থাকা একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তার উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে সেই আগুন। পুলিশের গাড়িতেও বেপরোয়াভাবে চলে ভাঙচুর। এদিন ঘটনাস্থলে থাকা এক পুলিশকর্মী সংবাদ মাধ্যমকে বলেন, "ওরা প্রচুর লোক। আমরা মরণবাঁচন অবস্থায় পড়ে গেছি। যতটা পেরেছি লড়াই করেছি। ডিসি সাহেব আহত হয়েছেন, আমাদের এক লেডি কনস্টেবলের মাথায় ইট পড়েছে।" এদিন ঘটনাস্থলে থাকা এক মহিলা পুলিশকর্মী সংবাদমাধ্যমকে বলেন, "ওরা পাগলের মত ইট ছুড়ছে। আমরা লড়াই করেও পারছি না। আমাদের এই ক'টা মাত্র পুলিশ, অত লোক সামলাব কী করে। গাড়ি ভেঙেছে, ব্যারিকেড ভেঙে ফেলেছে।"

 Kolkata News Live Updates: নাবালিকাকে ধর্ষণ করে খুন, দোষী যুবকের ফাঁসির সাজা আদালতের

Attacked Maheshtala