/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/mahua.jpg)
‘সোহাগ চাঁদ বদনি ধ্বনি’র ছন্দে মহুয়া মৈত্র।
মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের দু'বারের তৃণমূল সাংসদ। রাজনীতির ময়দানে তিনি চাঁচাছোলা। সাংবাদিককে নিয়ে তাঁর মন্তব্য থেকে কালী বিতর্ক- মহুয়া স্ট্রেটকাট। সবুজ মাঠে শাড়ি পরে দিব্যি ফুটবলে শট মারতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু, উৎসবের আবহে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন তৃণমূলের এই সাংসদ।
একের পর দুর্গামণ্ডপ উদ্বোধনে ব্যস্ত মহুয়া মৈত্র। পঞ্চমীর সন্ধ্যায় নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরির কাঁঠালবেড়িয়া মধ্যপাড়ার পুজোমণ্ডপের উদ্বোধন করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সেখানে গিয়েই একেবারে যেন পাড়ার মেয়ে মহুয়া। একসময় দেখা যায়, স্থানীয়দের সঙ্গে নাচের ছন্দে মেতেছেন তিনি।
মণ্ডপে বাজছিল জনপ্রিয় গান ‘সোহাগ চাঁদ বদনি ধ্বনি’। সেই গানের তালেই হাসতে হাসতে কোমর দোলান সাংসদ। বেশ কিছুক্ষণ তাঁকে এভাবেই দেখা যায়। নিজেই নাচের ভিডিওটি টুইট করেছেন মহুয়া মৈত্র।
Lovely moments from Mahapanchami celebrations in Nadia pic.twitter.com/y0mkbhGGiC
— Mahua Moitra (@MahuaMoitra) September 30, 2022
ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তবে, সাংসদের নাচ বিতর্ক এড়াতে পারেনি। কট্টর সনাতনীরা মহুয়ার সাংস্কৃতিক বোধ নিয়ে প্রশ্ন তুলেছন। বিদেশী ভাবধারায় লেখাপড়া ও বড় হওয়ায় সাংসদ ভারতীয় কৃষ্টি, সংস্কৃতিকে ভুলে গিয়েছে বলে নিন্দা করা হয়েছে।