Advertisment

Mahua Moitra : ভোটের আগেই মৈত্র পরিবারে বড় ফাটল? কৃষ্ণনগরের প্রার্থী হতে আগ্রহী মহুয়ার মা!

Lok Sabha Polls 2024: নিজের এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি পোস্ট করেছেন মহুয়া মৈত্র। যার একটি তিহাড় জেল যাত্রা নিয়ে। বিজেপিকে খোঁচা দিয়ে মহুয়া লেখেন, 'খুলে হ্যায় বিজেপি কে দ্বার/ আ যাও নহি তো অব কে বার— তিহাড়।’ অর্থাৎ তাঁর পরিষ্কার ইঙ্গিতযে, বিজেপিতে যোগ না দিলে বিরোধী নেতানেত্রীদের ঠিকানা হবে তিহাড় জেল।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

TMC: ৩১ আগাস্ট কৃষ্ণনগরের প্রচারসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র। ছবি- পার্থ পাল

Krishnanagar TMC Candidate Mahua Moitra: কিছু দিন আগেই সংসদে ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডের সূত্রে কৃষ্ণনগরের প্রাক্তন তৃমূল সাংসদ মহুয়া মৈত্রর কলকাতার বাড়ি এবং করিমপুরের দফতরে তল্লাশি চালিয়েছিল সিবিআইয়ের একটি দল। মঙ্গলবার ইডি অর্থ তছরুপ প্রতিরোধ আইনে মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। তারপর থেকেইকৃষণনগরের তৃণমূল প্রার্থীর পরিণতি নিয়ে নানা জল্পনা।

Advertisment

এসবের মধ্যেই বুধবার নিজের এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি পোস্ট করেছেন মহুয়া মৈত্র। যার একটি তিহাড় জেল যাত্রা নিয়ে। বিজেপিকে খোঁচা দিয়ে মহুয়া লেখেন, 'খুলে হ্যায় বিজেপি কে দ্বার/ আ যাও নহি তো অব কে বার— তিহাড়।’ অর্থাৎ তাঁর পরিষ্কার ইঙ্গিতযে, বিজেপিতে যোগ না দিলে বিরোধী নেতানেত্রীদের ঠিকানা হবে তিহাড় জেল।'

এই পোস্টের পরই তাঁর মা'য়ের লোকসভা ভোটে প্রার্থী হতে চাওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন মহুয়া। এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তাঁর মায়ের ফোন থেকে তাঁকে করা হোয়াটসআ্যাপ করা একটি স্ত্রিনশট পোস্ট করেন। যাতে লেখা রয়েছে, 'আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হোক, যদি তারা তোমাকে তুলে নেয় তাহলে যেন আমি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে পারি।' এই মনোভাবের জন্য নিজের মা-কে 'শেরনি' বলেও বাহবা দিয়েছেন মহুয়া মৈত্র। লিখেছেন, 'বিজেপির ইডি, সিবিআইয়ের এই দৈনিক প্রেমের উদযাপনে নিয়ে আমার মায়ের জবাব। ইউ রক মাম্মি। আসল শেরনি।'

মহুয়া মৈত্র আদেই জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-সিবিআই-কে কাজে লাগাচ্ছে বিজেপি। একই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তৃণমূল নেত্রী এবার লোকসভার প্রচারও শুরু করেছেন মহুয়া মৈত্রর কেন্দ্র কৃষ্ণনগর থেকে। পাশে দাঁড়িয়েছেন মহুয়ার। রবিবার সেই প্রচার সভার পরই মঙ্গলবার মহুয়ার বিরুদ্ধে পিএমএলএ-তে মামলা দায়ের করেছে ইডি। এরপরই জল্পনা তাহলে কি দিল্লির মুখ্যমন্ত্রীর পরিণতি হতে পারে 'ডাকাবুকো' মহুয়ার। জল্পনা চড়তেই মহুয়া একদিকে যেমন তাঁর মা'য়ের ইচ্ছার কথা প্রকাশ্যে আনলেন, তেমনই রটনাতেও শান দিলেন?

আরও পড়ুন- Arjun Singh: ভয়ঙ্কর অভিযোগ, সময় নষ্ট না করেই সোজা মামলা ঠুকলেন অর্জুন সিং!

2024 General Election Mahua Moitra tmc loksabha election 2024 Krishnanagar
Advertisment