scorecardresearch

‘জয় মা কালী। বুদ্ধি দে মা’, টুইট মহুয়ার, কীসের বার্তা?

‘বাংলায় হিন্দুরা বিপন্ন’- হাওড়ার ঘটনার পরপরই এই দাবি তুলতে শুরু করেছে বিজেপি।

mahua maitras tweet on howrah incident , হাওড়া অশান্তি মহুয়া মৈত্র টুইট বিজেপি হিন্দু
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

রামনবমীর দিন হাওড়ার কাজিপাড়া ও শিবপুর এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তা নিয়ে বাংলায় শাসক ও বিরোধী দলের মধ্যে তুমুল চাপানউতোর চলছে। ‘বাংলায় হিন্দুরা বিপন্ন’- হাওড়ার ঘটনার পরপরই এই দাবি তুলতে শুরু করেছে বিজেপি। গর্জে উঠেছেন বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না। সুবিচারের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর শোভাযাত্রার উপর হামলাকারীদের আশ্রয় দিচ্ছেন।’ এই প্রেক্ষাপটেই টুইটে গেরুয়া বাহিনীকে বিঁধেছেন কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র।

টুইটে সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, ‘হিন্দুরা বিপন্ন। রাম নবমীর পর গোটা দেশ জুড়ে এই ধারণা তৈরিতে উঠেপড়ে লেগেছে বিজেপি। ২০২৪ সাল পর্যন্ত এটা চলবে। পাকিস্তানের আক্রমণ, বিদেশি শক্তির ভারতকে নিশানা সহ এধরণের বিষয়গুলো এখন ধীরে চলছে। তাই হিন্দু কার্ডের উপর বিজেপির নির্ভরতা দেখা যাচ্ছে। জয় মা কালী। বুদ্ধি দে মা। আমার দেশকে বাঁচা।’

ভোটের বৈতরণী উতরোতে ‘হিন্জত্ব’তেই বিজেপি ভরসা রাখে বলে ধারণা প্রচোলিত। বিরোদীদেরও এই দাবি। ২০২৪ সালের লোকসভার জলগরম শুরুর পথে। এই প্রেক্ষাপটেই বিজেপির সঙ্গে ফের ‘হিন্তত্ব’কে দেগে দেওয়ার চেষ্টায় মরিয়া তৃণমূল সাংসদ মহুয়া। সেই প্রেক্ষিতেই মহুয়া মৈত্রের টুইট বেশ তাৎপর্যবাহী।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mahua maitras tweet on howrah incident