Advertisment

মহুয়ার আইফোন হ্যাকের চেষ্টা কেন্দ্রের? অ্যাপল 'সতর্কবার্তা' পোস্ট করে তোলপাড় ফেললেন সাংসদ

মহুয়া মৈত্রের আইফোন হ্যাক করার চেষ্টা কেন্দ্রীয় সরকারের?

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra alleged that the central government is trying to hack her iPhone

বাঁদিক থেকে নরেন্দ্র মোদী, মহুয়া মৈত্র ও অমিত শাহ।

মহুয়া মৈত্রের আইফোন হ্যাক করার চেষ্টা কেন্দ্রীয় সরকারের? খোদ অ্যাপল থেকে এই ধরনের একটি 'সতর্কবার্তা' পেয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা তাঁকে 'টার্গেট' করেছে বলে সতর্কবার্তায় বলা হয়েছে বলে দাবি করেছেন মহুয়া। মোদী সরকারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের 'প্রমাণ স্বরূপ' নিজের এক্স হ্যান্ডেলে অ্যাপল-এর মেসেজ ও স্ক্রিনশট পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Advertisment

অ্যাপল-এর তরফে তাঁকে সতর্কবার্তায় কী লেখা হয়েছে বলে দাবি মহুয়ার?

"রাষ্ট্র পরিচালিত হ্যাকারের আপনাকে টার্গেট করেছে। অ্যাপল আইডির সঙ্গে যুক্ত থাকা আপনার আইফোনটি হ্যাক করার চেষ্টা হচ্ছে। আপনি কে, আপনি কী করেন, সম্ভবত সেগুলিই জানার চেষ্টা হচ্ছে। এই রাষ্ট্র পরিচালিত হ্যাকারের একবার আপনার ফোনে ঢুকে পড়তে পারলে আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন, ক্যামেরা এমনকী মাইক্রোফোনের অ্যাকসেস পর্যন্ত পেয়ে যাবে। সেই কারণেই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা না করে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।"

এই 'সতর্কবার্তা'টি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, "অ্যাপল থেকে টেক্সট এবং ইমেল পেয়েছি। আমাকে সতর্ক করেছে। সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে।" পোস্টটিতে প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রক এবং আদানি গোষ্ঠীকে নিশানা করে মহুয়া আরও লিখেছেন, "আপনাদের ভয় দেখে আমার করুণা হচ্ছে।" মহুয়া আরও উল্লেখ করেছেন, তিনি ছাড়াও শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ছাড়াও আরও তিন জন অ্যাপল থেকে এই ধরনের সতর্কবার্তা পেয়েছেন।

আরও পড়ুন- বাগে পেয়েই জ্যোতিপ্রিয়কে টানা জেরা ইডি-র, বনমন্ত্রীর জন্য কী বিশেষ ব্যবস্থা কেন্দ্রীয় এজেন্সির?

উল্লেখ্য, সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে জেরবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিতর্ক বাড়তেই বিষয়টিতে হস্তক্ষেপ করেছে লোকসভার এথিক্স কমিটি। সেই কারণেই তাঁকে তলবও করা হয়েছে। যদিও মহুয়া মৈত্র জানিয়ে দিয়েছেন আগামী ৫ নভেম্বর পর্যন্ত তিনি এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে যেতে পারবেন না। তবে তারপর যে কোনও সময়ে তাঁকে ডাকা হলে তিনি যেতে পারেন। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে 'টাকা-উপহার' নিয়ে প্রশ্ন তোলার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হয়েছে তা মিথ্যা বলেই দাবি করেছেন তৃণমূল সাংসদ।

iphone West Bengal TMC MP bjp Mohua Moitra apple
Advertisment