Mahua Moitra On PM Modi: সরাসরি মোদীকে চ্যালেঞ্জ মহুয়ার! পাঁচ প্রশ্নে ভয়ঙ্কর আক্রমণ

Mahua Moitra On PM Modi: শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। তাঁর অভিযোগ, 'কাপুরুষের মত রাতের অন্ধকারে সংবিধান সংশোধনী বিল পেশ করেছে বিজেপি সরকার'।

Mahua Moitra On PM Modi: শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। তাঁর অভিযোগ, 'কাপুরুষের মত রাতের অন্ধকারে সংবিধান সংশোধনী বিল পেশ করেছে বিজেপি সরকার'।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar SIR, voter list update, Mahua Moitra, Amit Shah resignation, Election Commission, fake voters, illegal voters, BJP, TMC, border security, voter fraud, CEC, political controversy

রাজ্য-রাজনীতি কাঁপিয়ে মহুয়ার 'আগুনে হুঙ্কার'

Mahua Moitra On PM Modi: শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। তাঁর অভিযোগ, 'কাপুরুষের মত রাতের অন্ধকারে সংবিধান সংশোধনী বিল পেশ করেছে বিজেপি সরকার'।

Advertisment

মূলত বিরোধী-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বিচার ছাড়াই উৎখাত করার ষড়যন্ত্রেই এই বিল আনা হয়েছে বলে তোপ দেগে তৃণমূল সাংসদ বলেন, "গত ১০ বছরে ৫,৯০০টি ইডি মামলার মধ্যে মাত্র আটটিতেই সাজা হয়েছে। তাই ইডি এবং সিবিআইয়ের ৯৯.৯ শতাংশ মামলাই আসলে মিথ্যা তা প্রমাণিত "। 

পাশাপাশি এদিন মহুয়া মৈত্র বলেন, 'মোদী যখন "দুর্নীতিমুক্ত ভারত" নিয়ে কথা বলেন, "গত কয়েক বছরে অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া ২৫ জন নেতার মধ্যে ২৩ জনই এজেন্সির 'নজর' থেকে মুক্তি পেয়েছেন বিজেপির ওয়াশিং মেশিনের মাধ্যমে তাদের অপরাধমূলক রেকর্ড মুছে ফেলা হয়েছে"। 

Advertisment

প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন,  "আপনার ২৪০ জন সংসদের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে এবং আপনার মন্ত্রিসভায় ২৮ জন মন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে,"। পাশাপাশি বিহারের ভোটার তালিকা নিয়েও মোদীকে নিশানা করেন মহুয়া মৈত্র। তিনি বলেন, "যদি বিহারের ২০২৪ সালের লোকসভার ভোটার তালিকা এতটাই ত্রুটিপূর্ণ ছিল, তাহলে কেন লোকসভা ভেঙে দেওয়া হচ্ছে না এবং নতুন নির্বাচন করা হচ্ছে না"। 

দিল্লি পুলিশের বাংলা ভাষাকে 'বাংলাদেশী' ভাষা বলা নিয়ে মোদীকে নিশানা করে মহুয়াবলেন, দিল্লি পুলিশের এই কাজকে মোদীজি আপনি কী সমর্থন করেন? আজ বাংলার মাটিতে আপনার অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের সকলকে কেন আপনার বলার সাহস নেই যে বাংলা ভাষা একটি বাংলাদেশী ভাষা?" 

প্রধানমন্ত্রী দাবি করেছেন যে 'বিকশিত বাংলা' ছাড়া 'বিকশিত ভারত' গড়া সম্ভব নয়। তাহলে কেন  বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হয়রানি, আটক এবং এমনকি নির্বাসিত করা হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ। 

একই সঙ্গে মহুয়ার তোপ, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে একাধিক প্রকল্পে। তাঁর দাবি, রাজ্যের পাওনা ১.৮৩ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। এমজিএনআরইজিএস,প্রধানমন্ত্রীর আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা বন্ধের পর এবার ‘জল জীবন মিশন’-এর তহবিলও আটকে দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী ৫,২০০ কোটি টাকার একাধিক প্রকল্প উদ্বোধন করেন, যার মধ্যে রয়েছে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুট। পরে একটি জনসভায় ভাষণও দেন তিনি।

Mahua Moitra